Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহালয়ার দিনই বছরের শেষ সূর্যগ্রহণ ! তর্পণ করবেন কখন ? জানুন বিস্তারিত

মহালয়ার দিনই বছরের শেষ সূর্যগ্রহণ ! তর্পণ করবেন কখন ? জানুন বিস্তারিত

মহালয়া ২০২৫, সূর্যগ্রহণ ২০২৫, তর্পণ নিয়ম, গ্রহণে তর্পণ, মহালয়া তর্পণ, সূর্যগ্রহণ ভারত, গ্রহণে ধর্মীয় নিয়ম, মহালয়া গ্রহণ প্রভাব, হিন্দু তর্পণ বিধি, সূত


২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার—এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই দিনেই মহালয়ার তিথি এবং একই সঙ্গে ঘটবে বছরের শেষ সূর্যগ্রহণ। মহালয়ার দিনে বহু মানুষ পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করে থাকেন। আবার হিন্দু শাস্ত্র অনুযায়ী গ্রহণকালেরও রয়েছে বিশেষ গুরুত্ব। ফলে এই দুই ঘটনাই এক দিনে পড়ায় অনেকের মনে প্রশ্ন জেগেছে—এই দিনে তর্পণ করা যাবে কি না, কিংবা কোনও বিশেষ নিয়ম মানতে হবে কি না।

শাস্ত্র অনুযায়ী, গ্রহণের সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। তর্পণ, দান, পূজা ইত্যাদি গ্রহণ চলাকালীন নিষিদ্ধ বলে মনে করা হয়। তবে এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান নয়। গ্রহণ যদি দৃশ্যমান না হয়, তাহলে সূতককাল প্রযোজ্য হয় না এবং ধর্মীয় আচারে কোনও বাধা থাকে না। তাই মহালয়ার দিনে তর্পণ করতে কোনও সমস্যা নেই। নির্ধারিত সময় অনুযায়ী তর্পণ করা যাবে এবং কোনও বিশেষ নিয়ম মানার প্রয়োজন নেই।

যদি গ্রহণ ভারতে দৃশ্যমান হত, তাহলে তর্পণ গ্রহণ শুরুর আগেই সম্পন্ন করতে হত। গ্রহণ শুরু হয়ে গেলে তর্পণ, জলদান, ভোজ্যদান, কোনও আচারই করা যেত না। কিন্তু যেহেতু এই গ্রহণ ভারতীয় আকাশে দেখা যাবে না, তাই মহালয়ার তর্পণ স্বাভাবিক নিয়মেই করা যাবে।

এই বিষয়ে অযথা উদ্বেগের কোনও প্রয়োজন নেই। মহালয়ার পবিত্র তিথিতে যথাযথ নিয়মে তর্পণ করে পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা যাবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি পালন করতে কোনও বাধা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code