চলন্ত লোকাল ট্রেন থেকে লাফিয়ে গুরুতর জখম বলিউড অভিনেত্রী
অভিনেত্রী করিশ্মা শর্মা মুম্বইতে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি একটি লোকাল ট্রেনে করে চার্চগেট স্টেশনের দিকে যাচ্ছিলেন শুটিংয়ের উদ্দেশ্যে। কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকা ট্রেনের গতি বেড়ে যায়। সেই সময় করিশ্মা ট্রেনে ওঠার চেষ্টা করেন।
দ্রুতগামী ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে তিনি ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। এর ফলে তাঁর পিঠ ও মাথায় গুরুতর চোট লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, করিশ্মার পিঠে তীব্র যন্ত্রণা রয়েছে, মাথায় ফোলাও হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এমআরআই করানোর জন্য তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
করিশ্মা নিজে এক বিবৃতিতে জানিয়েছেন, "আমি খুব কষ্টের মধ্যে আছি, কিন্তু মনোবল ধরে রাখার চেষ্টা করছি। সকলের কাছে প্রার্থনা চাইছি যাতে আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।"
অভিনেত্রীর এক ঘনিষ্ঠ বন্ধুও জানান, দুর্ঘটনার সময় করিশ্মা কীভাবে পড়ে গেলেন, সেই মুহূর্তটা তিনি স্পষ্ট মনে করতে পারছেন না।
মাথার গুরুতর আঘাতের সম্ভাবনার জন্য চিকিৎসকরা তাকে এমআরআই স্ক্যান করার পরামর্শ দিয়েছেন এবং বর্তমানে তাকে একদিনের জন্য হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
করিশ্মার সংযোজন, “আমার পিঠে প্রচণ্ড ব্যথা। মাথা ফুলে গিয়েছে। শরীরেও জখম হওয়ার চিহ্ন রয়েছে। চিকিৎসকরা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন। মাথার আঘাত কতটা গুরুতর, সেটা জানার জন্য হাসপাতালে চব্বিশ ঘণ্টার জন্য ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল থেকে ব্যথায় ভুগছি। তবে আমি শক্ত রয়েছি। দয়া করে আমার দ্রুত আরোগ্য কামনা করুন সকলে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এই কঠিন সময়ে আপনাদের ভালোবাসার প্রয়োজন আমার।”
এই ঘটনায় মুম্বই লোকাল ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠছে।
এদিকে, কাজের ক্ষেত্রে, শর্মা 'ফাস্টে ফাসাতে', 'সুপার ৩০', 'এক ভিলেন রিটার্নস' এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। তিনি 'পবিত্র রিশতা', 'ইয়ে হ্যায় মহব্বতে', 'পেয়ার তুনে কেয়া কিয়া' এবং আরও অনেক টেলিভিশন শোতে অভিনয় করেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊