Latest News

6/recent/ticker-posts

Ad Code

হকিতে এশিয়া সেরা ভারত, বিশ্বকাপের টিকিটও নিশ্চিত

হকি এশিয়া কাপ জিতল ভারত, বিশ্বকাপের টিকিটও নিশ্চিত

Hockey


৮ বছর পর ফের এশিয়া কাপ হকির শিরোপা জয় করল ভারত। রাজগীরে অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় পুরুষ হকি দল ৪–১ ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুধু ট্রফি জেতেই থামল না, নিশ্চিত করল ২০২৬ সালের হকি বিশ্বকাপের টিকিটও।




ম্যাচে ভারতের নায়ক দিলপ্রীত সিংহ। তিনি দুটি দুরন্ত গোল করেন—প্রথমটি ২৮তম মিনিটে, আর দ্বিতীয়টি ৪৫তম মিনিটে। শুরুতেই ভারতকে এগিয়ে দেন সুখজিত সিংহ, ম্যাচের মাত্র প্রথম মিনিটেই গোল করে। চতুর্থ গোলটি আসে অমিত রোহিদাসের স্টিকে, ৫০তম মিনিটে একটি পেনাল্টি কর্নার থেকে। দক্ষিণ কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন সন দাইন, ৫১তম মিনিটে।




এই জয়ের ফলে ভারতীয় হকি দলে আনন্দের ঢেউ বইছে। কারণ এর মাধ্যমে একদিকে যেমন ৮ বছরের খরা কাটিয়ে এশিয়া কাপ ট্রফি দেশে ফিরল, তেমনি বিশ্বকাপের যোগ্যতাও নিশ্চিত হলো। ২০০৩, ২০০৭ ও ২০১৭ সালের পর এ নিয়ে চতুর্থবার এশিয়া কাপ জিতল ভারত।



দলের কোচ ও অধিনায়করা জানিয়েছেন, এই সাফল্য শুধু বর্তমান নয়, ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ। সামনে বিশ্বকাপের বড় মঞ্চে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে এবার থেকেই প্রস্তুতি শুরু করবে ভারতীয় শিবির।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code