প্রাথমিক শিক্ষকদের জন্য খুশির খবর, Good news for WB Primary Teachers
পশ্চিমবঙ্গের সরকারপোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের (Primary School Teachers) জন্য পদোন্নতি ও বেতন বৃদ্ধির ক্ষেত্রে বড় পরিবর্তনের পথে হাঁটছে রাজ্য শিক্ষা দপ্তর। এতদিন প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির সুযোগ সীমিত ছিল, প্রধান শিক্ষক পদ ছাড়া অন্য কোনও ধাপে উন্নতির সুযোগ ছিল না। পাশাপাশি, দীর্ঘদিন চাকরি করেও তাঁরা ন্যায্য ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত ছিলেন। এই পরিস্থিতি বদলাতে এবার নতুন পদোন্নতি নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
শিক্ষা দপ্তরের একাধিক বৈঠকে প্রাথমিক শিক্ষকদের চাকরির মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে পদোন্নতির সুযোগ দেওয়ার পরিকল্পনা উঠে এসেছে। প্রস্তাবিত নীতিতে বলা হয়েছে, টানা ১০ বছর চাকরি করলে প্রথম পদোন্নতির সুযোগ মিলবে। ১৮ বছর পূর্ণ হলে দ্বিতীয় পদোন্নতির সুযোগ পাওয়া যাবে। ২০ বছর চাকরির পর অতিরিক্ত ইনক্রিমেন্টের সুবিধা দেওয়া হবে। যদিও চাকরিজীবনে মোট দু’বার না তিনবার পদোন্নতির সুযোগ মিলবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
বর্তমানে প্রধান শিক্ষক পদে পদোন্নতি হলে প্রায় ৪০০ টাকা ইনক্রিমেন্ট পাওয়া যায়, কিন্তু দায়িত্বের পরিমাণের তুলনায় তা অপ্রতুল বলে মনে করেন অনেক শিক্ষক। ফলে প্রধান শিক্ষক হওয়ার প্রতি অনীহা দেখা যায়। নতুন নীতিতে এই সমস্যার সমাধান করতে ধাপে ধাপে পদোন্নতি ও ন্যায্য বেতন বৃদ্ধির সুযোগ দেওয়ার কথা ভাবা হয়েছে।
তবে সূত্রের খবর, প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি ও ইনক্রিমেন্টের বিষয়টি এতদিন অবহেলিত ছিল। তাঁদের কাজের পরিমাণ অনেক বেশি, কিন্তু আর্থিক স্বীকৃতি কম। নতুন নীতির মাধ্যমে তাঁদের ন্যায্য সুযোগ ও স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই নীতি চূড়ান্ত করে ঘোষণা করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊