Latest News

6/recent/ticker-posts

Ad Code

আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গিয়ে নেপালের কাঠমান্ডুতে আটকে পড়েছেন দিনহাটার ছাত্র সৌভিক চক্রবর্তী-সহ ৪

আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গিয়ে নেপালের কাঠমান্ডুতে আটকে পড়েছেন দিনহাটার ছাত্র সৌভিক চক্রবর্তী-সহ ৪

Nepal Issue


আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গিয়ে নেপালের কাঠমান্ডুতে আটকে পড়েছেন দিনহাটার ছাত্র সৌভিক চক্রবর্তী। এই ঘটনায় উৎকণ্ঠায় ভুগছে তাঁর পরিবার। সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সৌভিকের মা।


দিনহাটার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌভিক। গত ৫ই সেপ্টেম্বর সড়কপথে শিলিগুড়ি হয়ে কাঠমান্ডু যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন, জলপাইগুড়ির এক ছাত্র, আলিপুরদুয়ারের বারোবিশার এক ছাত্রী এবং আগরতলার এক ছাত্র।

আন্তর্জাতিক ওই সেমিনারে চারজনকেই পুরস্কৃত করা হয়। ৯ তারিখ দেশে ফেরার কথা থাকলেও, নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে তাঁরা বর্তমানে কাঠমান্ডুর একটি হোটেলে আটকে পড়েছেন।




বর্তমান পরিস্থিতিতে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সৌভিকের পরিবারের সদস্যরা। দ্রুত তাঁদের দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার এমনই আশা পরিবারের।


প্রসঙ্গত, কয়েকদিন থেকেই উত্তপ্ত নেপাল। জ্বলছে নেপালের রাজধানী থেকে পুরো দেশ। জেন-জেডের আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা। আপাতত দেশের শাসনভার কাঁধে তুলে নিয়েছে সেনা। জারি হয়েছে কারফিউ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code