Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় স্পেস স্টেশন! থানা পাড়ায় পুজোর দিনগুলিতে ঘুরতে পারবেন আপনিও!

দিনহাটায় স্পেস স্টেশন! থানা পাড়ায় পুজোর দিনগুলিতে ঘুরতে পারবেন আপনিও!

Dinhata


দিনহাটায় এবার দুর্গাপূজায় ঘুরতে আপনি চলে যেতে পারবেন স্পেস স্টেশনে! এবছর দর্শনার্থীদের এমন একটি মণ্ডপ উপহার দিতে চলেছে দিনহাটার থানাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এবছর তাদের পুজো ৬৩ বছরে পা দিতে চলেছে। প্রতিবছর তারা নিজেদের মণ্ডপে ব্যতিক্রমী কোনও ভাবনাকে ফুটিয়ে তোলেন। এবছর তার অন্যথা হবে না বলে আশাবাদী পূজা কমিটি। তারা মহাকাশ গবেষণা ও দুর্গোৎসব এই দুইয়ের মেলবন্ধনে মণ্ডপ সাজিয়ে তুলছেন। এই মণ্ডপে এসে বিজ্ঞানের জানলায় উঁকি দেওয়ার সুযোগ পাবে ছোট থেকে বড় সকলেই।


বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা। মণ্ডপে মন্ডপে ব্যস্ততা তুঙ্গে। দিনহাটার সেরা পুজো গুলির মধ্যে অন্যতম থানাপাড়ার দুর্গাপূজা। অন্যান্য বছরের মত এবারও দর্শনার্থীদের চমক দিতে তৈরি হচ্ছে এই পূজা কমিটি।


দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সাবির সাহা চৌধুরীর কথায়, ‘শুধু বিনোদন নয় আমাদের উদ্দেশ্য পুজোয় ঠাকুর দেখতে এসে বাচ্চারা যাতে কিছু শিখতে পারে। সেই চিন্তাভাবনাকে মাথায় রেখে এবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে।’ তিনি আরও জানান, তাঁদের পুজোয় এবার ভক্তি, আনন্দ ও বিজ্ঞানের মেলবন্ধন ঘটবে। এবছর তাঁদের পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা।


এবারের মণ্ডপটি একদম অন্যরকম করে তৈরি করা হচ্ছে। মণ্ডপে ঢুকে ওপরের দিকে তাকালে দর্শনার্থীরা মুভিং সিলিং দেখতে পাবেন। এছাড়া দুর্গা প্রতিমার পেছনে বিশাল এলইডি স্ক্রিন থাকবে। সেখানে সৌরজগতের গ্রহগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। গ্রহগুলি তাদের কক্ষপথ দিয়ে কত গতিতে ঘোরে সেবিষয়গুলি জানা যাবে। এছাড়া মণ্ডপে রেডিও টেলিস্কোপ বসানো হবে। পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের কার্যক্রম এবং সেই গবেষণার ক্ষেত্রে ভারতের অবদান, সেই বিষয়গুলি তুলে ধরা হবে।


তবে মণ্ডপসজ্জা যতই আধুনিক হোক না কেন মায়ের মূর্তিতে থাকবে সাবেকিয়ানা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code