Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবৈধ প্যাথলজিক্যাল ল্যাবরেটরীর বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের অভিযান

অবৈধ প্যাথলজিক্যাল ল্যাবরেটরীর বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের অভিযান

Health Department's campaign against illegal pathological laboratories


দিনহাটা : দিনহাটা শহরে অবৈধ প্যাথলজিক্যাল ল্যাবরেটরীর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অবশেষে অভিযানে নামল জেলা স্বাস্থ্য দপ্তর। শনিবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আরি দিনহাটা শহরের বিভিন্ন ল্যাবরেটরীতে গিয়ে সেগুলির লাইসেন্স এবং অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন। তার সঙ্গে ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাঃ রঞ্জিত মণ্ডলসহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা।

অভিযানকালে দেখা যায়, দিনহাটা শহর এবং আশপাশের প্রায় ৪০টি ল্যাবরেটরীর মধ্যে মাত্র ১০-১২টির বৈধ লাইসেন্স রয়েছে। বেশিরভাগ ল্যাবরেটরিতেই ন্যূনতম পরিকাঠামোর অভাব রয়েছে। রক্ত সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যাথলজিস্ট এবং চিকিৎসা বর্জ্য ফেলার জন্য গ্রিনজোন বায়োটেকের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলির অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য আধিকারিকরা। কিছু ল্যাবরেটরি ড্রেনের উপরে গড়ে উঠেছে, আবার কোনো কোনো ব্যবসায়ী পানের দোকান বন্ধ করে ল্যাবরেটরি ব্যবসা শুরু করেছেন বলেও জানা যায়।

রোগী এবং তাদের আত্মীয়-স্বজনদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, এসব ল্যাবরেটরীতে পরীক্ষার রিপোর্ট ভিন্ন ভিন্ন হয়, যা চিকিৎসার ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করে। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও এই সমস্যার দিকে দীর্ঘ দিন ধরে নজর দেওয়া হয়নি বলে অভিযোগ।

এদিন পরিদর্শনের পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আরি জানান, "আমাদের কাছে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল যে, দিনহাটায় এমন কিছু ল্যাবরেটরি রয়েছে যেগুলির লাইসেন্স এবং সঠিক পরিকাঠামো নেই। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন সরজমিনে তদন্ত করা হলো। যেসব ল্যাবরেটরীতে প্রয়োজনীয় পরিকাঠামো থাকবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code