বিচারবিভাগকে কখনো খালি হাতে ফেরাননি মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা:
আগামী সোমবার প্রধান বিচারপতি হিসেবে অবসর নিচ্ছেন কলকাতা হাই কোর্টের টি.এস. শিবজ্ঞানম। তাঁর বিদায় সংবর্ধনায় শুক্রবার হাই কোর্ট প্রাঙ্গণ সংলগ্ন টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী মানস ভূঁইয়া, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সহ বিচার-প্রশাসনের অন্য কর্মকর্তা বৃন্দ। সাতেরও বেশি বছর বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন শিবজ্ঞানম।
শিবজ্ঞানম প্রধান বিচারপতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বিচার বিভাগকে “খালি হাতে ফিরিয়ে দেননি” অর্থাৎ, সরকারের কাছ থেকে সবসময় সমর্থন, প্রয়োজনীয় সহযোগিতা ও গুরুত্ব পেয়েছে বিচার বিভাগ। তিনি আরও বলেন, বিচারবিভাগ ও প্রশাসনের মধ্যে ভারসাম্য ও পারস্পরিক বোঝাপড়ার চর্চা গুরুত্বপূর্ণ এবং মমতার এই দৃষ্টিভঙ্গা তা অক্ষুন্ন রেখেছেন।
এদিকে, অনুষ্ঠানটিতে শিবজ্ঞানম একটি অভিমানপূর্ণ অনুভূতিও ব্যক্ত করেন। বলেন, “কেন আমাকে এখানে বদলি করা হয়েছিল, আজও জানি না। মনে হয়, বিচারপতি মাদুরেশ প্রসাদও (যিনি নিজেও বদলি হয়েছিলেন) জানেন না।” তবে তিনি এও যোগ করেন যে, তিনি কলকাতায় এসে নিজেকে ভাগ্যবান মনে করেন এবং বলছেন যে বিচারপতি পদের অধ্যাদেশে যেই কলেজিয়াম সিদ্ধান্ত নেয় তারাই বদলি ও নিয়োগের বিষয় দেখেন — “আমার এ নিয়ে কোনও ক্ষোভ নেই।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊