এশিয়া কাপের মঞ্চে ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণ!
টসে থেকেই শুরু হয়েছিল ‘নীরব প্রতিবাদ’। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে টস শেষে হাত মেলাননি। আজকের ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা প্রত্যেকেই পাক খেলোয়াড়দের সঙ্গে নয়, বরং সাজঘরের দিকে চলে গেলেন নিজেদের মধ্যে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে।
সূর্যকুমারদের সামনে ৭ উইকেটে হারল পাকিস্তান। ছক্কা মেরে ম্যাচ শেষ করলেন ভারত অধিনায়ক। আর সেই সঙ্গে সুপার ফোরের টিকিটও হাতে চলে এল ভারতের। রবিবারের ম্যাচে টস হারেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। প্রথম ওভারেই হার্দিক পাণ্ডিয়ার বলে আউট হয়ে যান ওপেনার সাইম আয়ুব। দ্বিতীয় ওভারে জশপ্রীত বুমরাহর শিকার মহম্মদ হ্যারিস। একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। মাত্র ৩ রান করে ফেরেন পাক অধিনায়ক। হাসান নওয়াজ, মহম্মদ নওয়াজরাও মাত্র এক অঙ্কের রানে ফেরেন। একমাত্র রান পান সাহিবজাদা ফারহান (৪০)। ৩ উইকেট কুলদীপের। দুটি অক্ষর প্যাটেলের ও বরুণ চক্রবর্তীর একটি উইকেট। জশপ্রীত বুমরাহও দুই উইকেট। শাহিন আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের দৌলতে পাকিস্তানের ইনিংস থেমে যায় ১২৭ রানে।
জবাবে ব্যাট করতে নেমে সাইম আয়ুবের ক্যারম বলে আচমকা স্টাম্প হয়ে যান গিল (১০)। কিন্তু তারপরও অভিষেকের তাণ্ডব চলে কিছুক্ষণ। ১৩ বলে ৩১ রান করেন অভিষেক। তিনিও সাইমের বলে ক্যাচ দিয়ে ফেরেন। সাইমের বলে তারপরই বোল্ড হন তিলক (৩১)। সূর্য অপরাজিত থাকেন ৪৭ রানে। শেষ পর্যন্ত মাত্র ৩ উইকেট হারিয়ে ২৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। অধিনায়ক ম্যাচটা জেতালেনও ছক্কা মেরে। আর তাতেই এশিয়া কাপের মঞ্চে ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊