অনুষ্ঠিত হলো সার্কেল আয়োজিত Your Present Talent Research by CIRCLE এর প্রথম পর্যায়ের পরীক্ষা
অনুষ্ঠিত হলো সার্কেল আয়োজিত Your Present Talent Research by CIRCLE এর প্রথম পর্যায়ের পরীক্ষা। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন উচ্চমাধ্যমিকে প্রথম ও তৃতীয় সেমেস্টারে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ সেখানে ২০১৮ সাল থেকেই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য YPTRC পরীক্ষার পর চলা শুরু হয়। এবছর দুইটি ভাগে ভাগ হয়েছে YPTRC পরীক্ষা। আজ অনুষ্ঠিত হল উচ্চমাধ্যমিকের প্রথম ও তৃতীয় সেমেস্টারের ছাত্রছাত্রীদের পরীক্ষা। এরপর অক্টোবরে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিন কোচবিহার জেলার চারটি সেন্টারে অনুষ্ঠিত হল এই পরীক্ষা। যেহেতু উচ্চমাধ্যমিকের প্রথম ও তৃতীয় সেমেস্টারের ছাত্রছাত্রীদের বোর্ডের পরীক্ষা এমসিকিউ ও ওএমআর ভিত্তিক তাই এই পরীক্ষা যে অনেক গুরুত্বপূর্ণ ছিল তা বলাইবাহুল্য। পরীক্ষায় অংশগ্রহণ করে ব্যাপক খুশি ছাত্রছাত্রীরা । সাহেবগঞ্জ, চামটা, বড়মরিচা ও গোসাইরহাটে অনুষ্ঠিত হয় পরীক্ষা।
পরীক্ষা নিয়ামক টিকেন বর্মন জানান, সুষ্ঠু ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হলো। খুব শীঘ্রই ফল প্রকাশ করা হবে। যেহেতু এখন সেমেস্টার বেস তাই আমরা পরীক্ষাটি দুইভাগে ভাগ করে নিয়েছি। কারণ উচ্চমাধ্যমিকের সেমেস্টার এবং পঞ্চম থেকে দশমের পরীক্ষার সময়ে অনেকটা তারতম্য তাই সামঞ্জস্য করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে সাহায্যকারী সকল স্কুল, সেন্টার ইন চার্জ, ইনভিজিলেটর, এক্সটার্নাল সকলকে ধন্যবাদ।
অনুষ্ঠিত হলো CIRCLE আয়োজিত YPTRC পরীক্ষার প্রথম পর্ব
Posted by Sangbad Ekalavya on Sunday, August 24, 2025
গোসাইরহাট উচ্চ বিদ্যালয়, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়, চামটা উচ্চ বিদ্যালয়, বড়মরিচাতে CIRCLE আয়োজিত YPTRC EXAM 2025 for HS 1st & 3rd Semester আজ সুষ্ঠ ভাবে সম্পন্ন হলো। কোচবিহার জেলার বিভিন্ন বিদ্যালয় এর প্রায় শতাধিক ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়। জনা কয়েক ইনভিজিলেটর, সেন্টার ইন চার্জ, ২ জন Flying Officers, ৮ জন এক্সটার্নাল অফিসার এবং Non teaching staff এর অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা ছাড়া কোনোমতেই পরীক্ষাটিকে সম্পন্ন করা সম্ভব ছিল না। পরীক্ষায় অংশ গ্রহণে ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊