নির্ধারিত দিনেই হবে SLST পরীক্ষা, SLP খারিজ করেছে SC!
এসএলএসটি (SLST) নিয়োগ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া জট শেষমেশ কেটে গেল। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। ফলে ৭ ও ১৪ সেপ্টেম্বর যেভাবে আগে থেকে ঘোষণা করা হয়েছিল, সেই দিনেই পরীক্ষা নেওয়া হবে।
আবেদনকারীরা যুক্তি দিয়েছিলেন, অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর থেকে প্রস্তুতির জন্য সময় খুবই কম। তাই পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হোক। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এর আগে বিষয়টি নিয়ে শুনানি হয়েছে এবং নতুন কোনও যুক্তি বা প্রমাণ নেই। তাই আর স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়।
অন্যদিকে, এসএসসি (SSC) আদালতে দাবি করে, নির্ধারিত নিয়ম মেনেই সময়সূচি ঘোষণা করা হয়েছিল এবং পরীক্ষার্থীরা যথাসময়ে অ্যাডমিট কার্ড পেয়েছেন। সেই যুক্তিও আদালতে গ্রহণযোগ্য হয়েছে।
ফলে এখন আর কোনও আইনি জটিলতা নেই। পরীক্ষার্থীদের ৭ এবং ১৪ সেপ্টেম্বর নির্ধারিত দিনেই পরীক্ষা দিতে হবে। আদালতের রায়ে স্বস্তি পেয়েছে এসএসসি, আর পরীক্ষার্থীদের জন্যও স্পষ্ট হয়ে গেল তাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে আগের মতোই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊