রাজ্যে পুলিশে নিয়োগের পরীক্ষা WBP ও KP কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
রাজ্যে পুলিশ নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১২ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে পারে পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর (SI) পদে প্রিলিমিনারি পরীক্ষা। এরপর ১৫ অক্টোবর ২০২৫ তারিখে হবে কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে ফাইনাল সম্মিলিত পরীক্ষা।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর ২০২৫-এ। কলকাতা পুলিশের কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে আগামী বছর ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে।
একই সঙ্গে বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি পৃথকভাবে প্রকাশ করা হবে। এই সময়সূচি ঘোষণা হতেই পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। বিশেষত যারা দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ার অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য এ এক স্বস্তির খবর। তবে পরীক্ষায় সাফল্যের জন্য এখন থেকেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে জোর দিতে বলা হচ্ছে।
রাজ্যের বিভিন্ন জেলায় হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন বলে অনুমান করা হচ্ছে। স্বাভাবিকভাবেই পুলিশি চাকরির আশায় তরুণ প্রজন্মের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।
West Bengal Police (WBP)
Sub-Inspector (SI) Preliminary Exam: 12 অক্টোবর 2025
Constable Written Exam: 30 নভেম্বর 2025
Kolkata Police (KP)
SI Final (Combined Competitive Exam): 15 অক্টোবর 2025
Constable Preliminary Examination: 1 ফেব্রুয়ারি 2026
নোট
উপরের তারিখগুলো আনুমানিক ও প্রধান ঘোষণা/বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে দেয়া হয়েছে। সব সময় আপডেট থাকতে ও পরীক্ষর তারিখ ও বিশদ নিশ্চিত হতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ফলো রাখবেন। অফিসিয়াল অ্যাডমিটকার্ড ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি WBPRB বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আলাদাভাবে জারি করা হবে—সেগুলো অবশ্যই পর্যবেক্ষণ করুন।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊