Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফল, কীভাবে দেখবেন?

প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফল, কীভাবে দেখবেন? 

WBJEE
দীর্ঘ আইনি জটিলতার পর রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হল। পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। তার ১১৭ দিন পর হল ফল প্রকাশ। চলতি বছরের ৫ জুন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু এর মধ্যেই আদালতে ওবিসি সংরক্ষণকে ঘিরে একটি মামলা ওঠায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। কলকাতা হাই কোর্ট এই মামলায় রায় দেওয়ার পর ফল প্রকাশের উপর কার্যত নিষেধাজ্ঞা জারি হয়। ফলে পরীক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়েন এবং ভর্তি প্রক্রিয়াও আটকে যায়।

অবশেষে সুপ্রিম কোর্ট সোমবার হাই কোর্টের সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, ফল প্রকাশে আর কোনো বাধা নেই। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড ২২ অগস্ট আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থী স্বস্তি পেয়েছেন। কারণ দীর্ঘদিন ধরে তাঁরা ফলাফলের অপেক্ষায় ছিলেন এবং অনিশ্চয়তার কারণে উচ্চশিক্ষার ভর্তিপ্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের ফলে সেই জটিলতার অবসান ঘটল এবং ভর্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পথ সুগম হলো।

পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের দু’টি ওয়েবসাইট (www.wbjeeb.nic.inwww.wbjeeb.in) থেকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করার সুযোগ পাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code