Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে মুক্তি, আজ প্রকাশ পাবে জয়েন্ট এন্ট্রান্সের ফল

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে মুক্তি, আজ প্রকাশ পাবে জয়েন্ট এন্ট্রান্সের ফল

Big Breaking


কলকাতা: রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল সুপ্রিম কোর্টের নির্দেশে। কলকাতা হাই কোর্টের দেওয়া নিষেধাজ্ঞা শুক্রবার স্থগিত করে দেশের সর্বোচ্চ আদালত জানাল, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এখনই ফল ও মেধাতালিকা প্রকাশ করতে পারবে।


এর আগে হাই কোর্টের একক বেঞ্চ রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় আপাতত জয়েন্টের ফলপ্রকাশে স্থগিতাদেশ জারি করেছিল। নির্দেশ ছিল, পুরনো নিয়ম মেনে নতুন মেধাতালিকা প্রকাশ করতে হবে। ফলে বোর্ড ফল প্রকাশে আর এগোতে পারেনি।

এই পরিস্থিতিতে বোর্ড সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শুক্রবার প্রধান বিচারপতি বি. আর. গাভাই-র বেঞ্চ জানায়, আপাতত হাই কোর্টের নির্দেশ কার্যকর হবে না। আদালতের নির্দেশের পর, ফলপ্রকাশে আর কোনো বাধা নেই, তাই আজই ফল প্রকাশ করবে বলে জানায় বোর্ড।


বোর্ড জানিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ মেনে তারা অবিলম্বে ফল ও মেধাতালিকা প্রকাশ করবে। ফলে ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়া আর বিলম্বিত হবে না।

এই রায়ের ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছেন পরীক্ষার্থীরা। দীর্ঘ দিন অনিশ্চয়তায় ভুগে এবার তাঁরা নিশ্চিন্তে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।


বস্তুত, সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার শুনানি চলছে। সেই মামলার সঙ্গেই জয়েন্টের ফলপ্রকাশ সংক্রান্ত মামলাটি জুড়ে ছিল। তবে রাজ্যের তরফে জয়েন্টের ফলসংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে জয়েন্টের ফলপ্রকাশ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়। সেই শুনানিতেই হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code