Latest News

6/recent/ticker-posts

Ad Code

নির্মাণ শ্রমিকদের বরাদ্দ অর্থ চা সুন্দরী প্রকল্পে! সিটুর অভিযোগ সরকারের বিরুদ্ধে

নির্মাণ শ্রমিকদের বরাদ্দ অর্থ চা সুন্দরী প্রকল্পে! সিটুর অভিযোগ সরকারের বিরুদ্ধে

নির্মাণ শ্রমিক প্রকল্প, তৃণমূল সরকার দুর্নীতি, চা সুন্দরী প্রকল্প, সিটু অভিযোগ, শ্রমিক কল্যাণ তহবিল, পশ্চিমবঙ্গ শ্রমিক রাজনীতি, CITU vs TMC, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের জন্য সরকারি প্রকল্প, তৃণমূলের শিবির, বামফ্রন্টের সামাজিক প্রকল্প, এম্বুলেন্স কেনা, চা বাগান উন্নয়ন, জেলা পরিষদ দিনহাটা, শ্রমিক সংগঠনের প্রতিবাদ চাইলে আমি এগুলোর মধ্যে থেকে ফোকাস কীওয়ার্ড ও সাপোর্টিং কীওয়ার্ড আলাদা করে দিতে পারি, অথবা ইংরেজি অনুবাদও বানিয়ে দিতে পারি SEO-এর আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের জন্য। আগ্রহী?


২০ আগস্ট ২০২৫: 

তৃণমূল সরকার নির্মাণ শ্রমিকদের জন্য বরাদ্দ অর্থ চা বাগান কেন্দ্রিক প্রকল্পে ব্যবহার করছে—এই অভিযোগ তুলে সরব হল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু (CITU)। বুধবার জেলা পরিষদ ভবনে তৃণমূলের সহযোগী সংগঠনের আয়োজিত এক বিশেষ শিবিরকে কটাক্ষ করে সিটুর জেলা সম্পাদক কৃষ্ণ সেন বলেন, “এটা একপ্রকার ভাঁওতা। নির্মাণ শ্রমিকদের বোকা বানানোর চেষ্টা চলছে।”

তিনি জানান, ২০০৬ সালে বামফ্রন্ট সরকারের সময় নির্মাণ শ্রমিকদের জন্য একটি সামাজিক প্রকল্প চালু হয়েছিল। সেই প্রকল্প থেকে শ্রমিকরা সন্তানদের পড়াশোনার খরচ, চিকিৎসা, সাইকেলের যন্ত্রাংশ কেনার জন্য আর্থিক সহায়তা পেতেন। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই প্রকল্পের অর্থ অন্য খাতে সরিয়ে দিচ্ছে।

সিটুর অভিযোগ, নির্মাণ শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে অর্থ নিয়ে চা বাগানে শিশুদের জন্য ক্রেস নির্মাণ, এম্বুলেন্স কেনা এবং চা সুন্দরী আবাস প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অথচ এই প্রকল্পগুলোর সঙ্গে নির্মাণ শ্রমিকদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই।

এই বিষয়ে কৃষ্ণ সেন বলেন, “বাম আমলে শ্রমিকদের জন্য যে প্রকল্প চালু হয়েছিল, তা ছিল সরাসরি উপকারভোগী ভিত্তিক। এখন সেই প্রকল্পের টাকা দিয়ে চা বাগানের উন্নয়ন হচ্ছে, যা নির্মাণ শ্রমিকদের অধিকার হরণ।”

সিটুর তরফে জানানো হয়েছে, তারা এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে আইনি পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে। পাশাপাশি, প্রকৃত উপকারভোগীদের কাছে বিষয়টি তুলে ধরার জন্য জেলা জুড়ে প্রচার অভিযান শুরু হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code