রাজধানী এক্সপ্রেসে ঢিল: কিশোরকে আটক করল আরপিএফ
ধূপগুড়ি: বৃহস্পতিবার দুপুরে গৌহাটিগামী রাজধানী এক্সপ্রেস (১২২৩৪) লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগে এক কিশোরকে আটক করল রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)। এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির খলইগ্রাম সংলগ্ন এলাকায়। রেল সূত্রে জানা গেছে, কয়েকজন কিশোরের ছোড়া ঢিলে ট্রেনের জানলার কাঁচ ভেঙে যায়, যা যাত্রী সুরক্ষার জন্য একটি গুরুতর বিষয়।
ঘটনাটি জানতে পেরে ধূপগুড়ির আরপিএফ আধিকারিক সঞ্জিত কুমার রায় দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি ঘটনাস্থলে গিয়ে ঢিল ছোড়ার সঙ্গে জড়িত সাতজন কিশোরকে শনাক্ত করেন। এরপর রাতে খলইগ্রাম সংলগ্ন রেল স্টেশন এলাকার এক কিশোরকে আটক করে আরপিএফ থানায় নিয়ে আসা হয়। তার বাবাকেও থানায় ডেকে পাঠানো হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এবং ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতিতে, কিশোরকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়।
জলপাইগুড়ির আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমাদের কাছে খবর আসে যে রাজধানী এক্সপ্রেসে কয়েকজন কিশোর ঢিল ছুঁড়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং কয়েকজনকে শনাক্ত করি। পরে এক কিশোরকে আটক করে নিয়ে আসা হয়। তার বাবাকে ডাকা হলে, তিনি মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান।"
রেল কর্তৃপক্ষ এই ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত সকলের কাছে আবেদন জানিয়েছেন, ট্রেনের ওপর ঢিল ছোড়ার মতো ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকতে। এই ধরনের আচরণ শুধু রেলের সম্পত্তির ক্ষতি করে না, বরং ট্রেনের ভিতরে থাকা যাত্রীদের জীবনের জন্যও মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। এই ঘটনাটি আবারও রেল লাইনের কাছাকাছি বসবাসকারী এলাকার শিশুদের মধ্যে সচেতনতার অভাবকে সামনে নিয়ে এসেছে। আরপিএফ এই বিষয়ে সচেতনতা বাড়াতে আরও পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊