Latest News

6/recent/ticker-posts

Ad Code

হেডকোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়

হেডকোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ালেন রাহুল দ্রাবিড় 

Rahul Dravid



রাজস্থান রয়্যালস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, রাহুল দ্রাবিড় ২০২৬ সালের আইপিএলের আগে তাদের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। শুধু এক মৌসুমেই শেষ হলো তাঁর দ্বিতীয় কোচ হিসেবে রাজস্থানে আবির্ভাব যা বিশেষভাবে আলোচনায় এসেছে।

সূত্রের খবর, সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিটি একটি “স্ট্রাকচারাল রিভিউ” করেছে এবং সেই প্রেক্ষিতে দ্রাবিড়কে বিস্তৃত দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই দায়িত্ব গ্রহণ করতে রাজি হননি।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও কোচ হিসেবে দ্রাবিড়ের দায়িত্ব ছিল মূলত দলকে এক নতুন সংস্কৃতি ও মানসিকতা দেওয়া যা inspiring একটি প্রজন্মের জন্যও প্রভাবশালী ছিল। ফ্র্যাঞ্চাইজির বিবৃতিতে এমন উচ্চ মানের নেতৃত্বের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

২০২৫ মরসুমে রাজস্থান রয়্যালস খুব বাজে পারফর্ম করেছে ১৪টি ম্যাচে কেবল ৪টিতে জয়, ফলে পয়েন্ট টেবিলে নবম স্থান অর্জন করে। এই ফলাফলের পাশের মধ্যে কোচের পদ ছাড়াটাও সময়ের সঙ্গে যুক্ত ছিল বলেই মনে করছে ক্রিকেট মহল।

এখন প্রশ্ন উঠছে, কে হবেন রাজস্থানের নতুন কোচ? ফ্র্যাঞ্চাইজির গড়ায় ইতিমধ্যেই কুমার সাংক্কারা ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে রয়েছেন, প্ল্যান হিসেবে সম্ভবত তিনি দলের নেতৃত্ব নিতে পারেন। অন্যদিকে, ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে নতুন কোচ নিয়োগ বিবেচনায় আনা হচ্ছে বলে সূত্রের খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code