Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের কোচবিহারে NRC-এর নোটিশ, তোলপাড় রাজ্য রাজনীতি

ফের কোচবিহারে NRC-এর নোটিশ, তোলপাড় রাজ্য রাজনীতি

Nrc


কোচবিহার জেলায় একের পর এক NRC-এর নোটিসে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রতিনিয়ত জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পৌঁছে যাচ্ছে আসাম থেকে পাঠানো এন আর সি নোটিশ। এবার তুফানগঞ্জের রামপুরের বাসিন্দা দীপঙ্কর সরকারের বাড়িতেও এসে পৌঁছল NRC-এর নোটিশ। এই ঘটনায় কোচবিহার জেলা জুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দীপঙ্কর সরকারের বাড়িতে নোটিশ আসার খবর পেয়েই তাঁর সঙ্গে দেখা করতে যান কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, আসাম সরকার বারবার NRC-এর নোটিশ পাঠিয়ে কোচবিহারের বাসিন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।

জেলা সভাপতি দীপঙ্কর সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, এই ধরনের একের পর এক নোটিশের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলন ও আইনি মোকাবিলা করতে প্রস্তুত।

অভিজিৎ দে ভৌমিক বলেন, "আসাম সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোচবিহারের মানুষদের ভয় দেখাচ্ছে কারণ হিসেবে তিনি বলেন গত লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় বিজেপি জয়লাভ করতে পারেনি সেই কারণে বিজেপি কোচবিহারবাসীকে হেনস্থা করছে। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব। কোনো অবস্থাতেই আমাদের জেলার বাসিন্দাদের হয়রানি হতে দেব না।"

তৃণমূলের জেলা সভাপতির এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। NRC-এর নোটিশ নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code