Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্রীপৎ সিং কলেজের আণবিক জীববিদ্যা ও জৈবপ্রযুক্তিবিদ্যা এবং রসায়ন বিভাগের যৌথ উদ্যোগে বই প্রকাশ

শ্রীপৎ সিং কলেজের আণবিক জীববিদ্যা ও জৈবপ্রযুক্তিবিদ্যা এবং রসায়ন বিভাগের যৌথ উদ্যোগে বই প্রকাশ

Sripath Singh College


শ্রীপৎ সিং কলেজের আণবিক জীববিদ্যা ও জৈবপ্রযুক্তিবিদ্যা এবং রসায়ন বিভাগের যৌথ উদ্যোগে আই এস বি এন নাম্বার যুক্ত একটি বই উদ্বোধন হল কলেজের রবীন্দ্র সভাকক্ষে এই শনিবার। বইটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড: কমল কৃষ্ণ সরকার, অধ্যাপক সাগর সিমলান্ডী, অধ্যাপক মিতালী টিকাদার, ড: স্বপন কুমার সরকার, ড: প্রসেনজিৎ নন্দ প্রমুখ। 



২ রা আগস্ট ছিল আবার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম দিন, এই উপলক্ষে স্মারক বক্তৃতা ও হয়। বক্তৃতা রাখেন কলেজের অধ্যাপক তথা কলেজ পরিচালন কমিটির সদস্য ড: স্বপন কুমার সরকার। বিজ্ঞানী মেন্ডেলের উপর বক্তৃতা রাখেন ড: অভিষেক বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উপর বক্তৃতা রাখেন ড: অমিত কুমার কুন্ডু। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। 


প্রসঙ্গত উল্লেখ্য যে বইটির সম্পাদনা করেন কলেজের অধ্যক্ষ, এছাড়াও সম্পাদনার দায়িত্বে ছিলেন ড: অভিষেক বসু, ড: দেবযানী মন্ডল, ড: রাজা ঘোষ ও ড: মহম্মদ হাবিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড: সায়ন্তনি বসু, ড: মানালি বিশ্বাস, অধ্যাপক আবু রাইহান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডঃ মানালি বিশ্বাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code