স্বাধীনতা দিবসে দিনহাটায় নতুন আশার আলো, নর্থ মেড হেলথ কেয়ারের নতুন আউটলেট চালু
দিনহাটা, নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসের পবিত্র দিনে দিনহাটা বাসীর জন্য এল এক নতুন আশার আলো। সাধারণ মানুষ, বিশেষ করে রোগীদের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে নর্থ মেড হেলথ কেয়ার তাদের নতুন আউটলেট চালু করল জামতলা কালী মন্দির এলাকায়। এই উদ্যোগটি দিনহাটার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
দিনহাটার বহু মানুষ এতদিন USG (আল্ট্রাসোনোগ্রাফি) সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্য নানারকম সমস্যার সম্মুখীন হতেন। কাছাকাছি কোনো উন্নত মানের সেবা না থাকায় তাঁদেরকে বাধ্য হয়ে দূরের হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে যেতে হতো, যা ছিল সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। কিন্তু নর্থ মেড হেলথ কেয়ারের এই নতুন আউটলেট চালু হওয়ার ফলে এবার সেই সমস্যা কাটতে চলেছে।
নতুন এই আউটলেটটিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান, এবং সাশ্রয়ী মূল্যে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি। এর ফলে সাধারণ মানুষের সময়, খরচ এবং ভোগান্তি—সবই উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
নর্থ মেড হেলথ কেয়ার-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "আমরা চেয়েছি এই স্বাধীনতা দিবসেই দিনহাটার মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবার উপহার দিতে। এখন থেকে জামতলায় বসেই মিলবে উন্নত ও নির্ভরযোগ্য ইউএসজি রিপোর্ট সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা।" এই উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊