Latest News

6/recent/ticker-posts

Ad Code

তিনদিন ব্যাপী আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট ওকড়াবাড়ী জাতীয় তরুণ সংঘের

তিনদিন ব্যাপী আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট ওকড়াবাড়ী জাতীয় তরুণ সংঘের 

Okrabari


সংবাদ একলব্য: 

ওকড়াবাড়ী জাতীয় তরুণ সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় স্বাধীনতা দিবস উপলক্ষে স্বর্গীয় মনসুর আলীর স্মৃতির উদ্দেশ্যে তিনদিন ব্যাপী আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হল আজ বেলা ২টায়।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান ধর্মনারায়ন বর্মন, ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির হোসেন, সংবাদ একলব্যের মুখ্য সম্পাদক আরিফ হোসেন, জাতীয় তরুণ সংঘের সম্পাদক তোফাজ্জল আলী, ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অরুন রায়, জাফর ওয়াসিম, রুমাল হক সহ অন্যান্য আরোও অনেকে।

জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। এই নক আউট টুর্নামেন্টে অংশ গ্রহন করছে ওকড়াবাড়ী জাতীয় তরুণ সংঘ টিম এ, টিম বি, হরিরহাট স্পোর্টিং ক্লাব, দরিবশ শিশু সাথী সংঘ, দিনহাটা বোর্ডিং পাড়া স্পোর্টিং ক্লাব, দিনহাটা এডিপি কোচিং ক্যাম্প, পাখিহাগা ফাইটার ক্লাব, চিলাখানা একাদশ।

প্রথম দিন অর্থাৎ আজ চার দলের খেলা শেষে প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল চার দলের খেলার শেষে দ্বিতীয় সেমিফাইনাল এবং তৃতীয় দিন অর্থাৎ রবিবার ফাইনাল ম্যাচ।

ক্লাবের সম্পাদক তোফাজ্জল আলী জানান, প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা এই টুর্নামেন্টের আয়োজন করছি। সকলের সহযোগিতা ও ভালোবাসায় আগামীদিনেও এমন খেলার আয়োজন করতে চাই। ওকড়াবাড়ীতে ক্রীড়া প্রেমী মানুষের সংখ্যা বেশি। কিন্তু আজকাল যেভাবে বাচ্চারা মোবাইলে ডুবে সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চাদের মাঠমুখী করুক অভিভাবকরা। আমরা এখানে প্রতিদিন বিকেলে ফুটবলের প্রশিক্ষণ দিয়ে থাকি।
ওকড়াবাড়ীতে জাতীয় তরুণ সংঘের ৮ নক আউট দলীয় ফুটবল টুর্নামেন্ট

ওকড়াবাড়ীতে জাতীয় তরুণ সংঘের ৮ নক আউট দলীয় ফুটবল টুর্নামেন্ট

Posted by Sangbad Ekalavya on Friday, August 15, 2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code