তেজসের গর্জনে যুক্ত হচ্ছে GE-404! ভারতের প্রতিরক্ষা খাতে ইঞ্জিন চুক্তি চূড়ান্তের পথে
ভারতের প্রতিরক্ষা খাতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ₹৬২,০০০ কোটি মূল্যের ৯৭টি অতিরিক্ত এলসিএ তেজস মার্ক ১এ যুদ্ধবিমানের অর্ডার অনুমোদন করেছে। এর পরপরই দেশটি যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক (GE)-এর সঙ্গে প্রায় $1 বিলিয়ন মূল্যের একটি চুক্তি চূড়ান্ত করতে চলেছে, যার আওতায় ১১৩টি GE-404 ইঞ্জিন কেনা হবে এই দেশীয় যুদ্ধবিমানের জন্য।
এই চুক্তির মাধ্যমে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর মোট ২১২টি GE-404 ইঞ্জিনের চাহিদা পূরণ হবে। HAL ইতিমধ্যেই প্রথম ব্যাচের ৮৩টি তেজসের জন্য ৯৯টি ইঞ্জিনের অর্ডার দিয়েছে। নতুন ১১৩টি ইঞ্জিনের ক্রয় সেই অতিরিক্ত ৯৭টি যুদ্ধবিমানের জন্য প্রয়োজন, যা উৎপাদন প্রক্রিয়ায় ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে এবং সম্ভাব্য বিলম্ব এড়ানো যাবে।
সরকারি সূত্রে জানা গেছে, এই চুক্তি সেপ্টেম্বর মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এলসিএ তেজস প্রকল্পে উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হবে।
ভারতের আত্মনির্ভরতার প্রতীক এলসিএ তেজস যুদ্ধবিমান ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হালকা ও বহুমুখী যুদ্ধবিমান, যা ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। GE-404 ইঞ্জিন এই বিমানের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই চুক্তি শুধু প্রতিরক্ষা খাতে নয়, ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কেও একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊