এশিয়া কাপে ১৫ জনের দল ঘোষণা, অধিনায়ক সূর্য কুমার যাদব
এশিয়া কাপে ১৫ জনের দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব থাকবেন কি না তা নিয়ে জল্পনা চলছিল আর সেই জল্পনায় ইতি টেনে সূর্যকেই এশিয়া কাপের অধিনায়ক করলো বিসিসিআই।
মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। অধিনায়ক সূর্য কুমার যাদব, সহ অধিনায়ক করা হল ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক গিলকে। সূর্য যখন প্রথম ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন তখন শুভমন ছিলেন তাঁর ডেপুটি। তবে গত দুই সিরিজ খেলেননি গিল। অক্ষরকে সহ অধিনায়ক করা হয়েছিল সেসময়। যশস্বী জয়সওয়ালের দিকে নজর থাকলেও এশিয়া কাপে জায়গা পেলেন না তিনি।
রিঙ্কু সিংহ জায়গা পেলেন এশিয়া কাপে। আইপিএলে ভাল পারফরম্যান্সের পরেও জায়গা পাননি শ্রেয়স আয়ার। বাদ পড়েছেন রিয়ান পরাগও। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা। পেসার-অলরাউন্ডার হিসাবে খেলছেন হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে। দলে স্পিনার হিসেবে রয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। স্পিনার অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে অক্ষরকে। জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংহের পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন পেসার হর্ষিত রানা।
প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
📋 ভারতীয় দল
🔹 অভিষেক শর্মা
🔹 সঞ্জু স্যামসন (উইকেটকিপার)
🔹 তিলক বর্মা
🔹 সূর্যকুমার যাদব (অধিনায়ক)
🔹 শুভমান গিল (সহ-অধিনায়ক)
🔹 হার্দিক পাণ্ডিয়া
🔹 অক্ষর প্যাটেল
🔹 বরুণ চক্রবর্তী
🔹 জশপ্রীত বুমরাহ
🔹 অর্শদীপ সিং
🔹 হর্ষিত রানা
🔹 জিতেশ শর্মা (উইকেটকিপার)
🔹 রিঙ্কু সিং
🔹 কুলদীপ যাদব
🔹 শিবম দুবে
🟨 স্ট্যান্ড বাই খেলোয়াড়
▪️ প্রসিদ্ধ কৃষ্ণ
▪️ ওয়াশিংটন সুন্দর
▪️ রিয়ান পরাগ
▪️ ধ্রুব জুরেল
▪️ যশস্বী জয়সওয়াল
এশিয়া কাপ: ৯–২৮ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহি
৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে—আবু ধাবি ও দুবাই।
- মোট ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে।
- বাকি ৮টি ম্যাচ হবে দুবাইয়ে, যার মধ্যে ফাইনালও রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত–পাকিস্তান ম্যাচ—ভেন্যু: দুবাই।
ভেন্যু | ম্যাচ সংখ্যা | বিশেষ তথ্য |
---|---|---|
আবু ধাবি | ১১ | গ্রুপ ও সুপার স্টেজ ম্যাচ |
দুবাই | ৮ | ফাইনালসহ, ১৪ সেপ্টেম্বর IND vs PAK |
ফাইনাল
ভেন্যু: দুবাই
হাইলাইট ম্যাচ
IND vs PAK — ১৪ সেপ্টেম্বর, দুবাই
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊