সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডিকে উপ-রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে চূড়ান্ত করল বিরোধী জোট 'INDIA'
ভারতের উপ-রাষ্ট্রপতি পদে বিরোধীদল INDIA জোট আজ ঘোষণা করেছে তাদের প্রার্থী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মঙ্গলবার দুপুরে অস্থায়ী বৈঠকের পর ঘোষণা দিয়েছেন—জোটের প্রার্থী হচ্ছেন প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি বি. সুদর্শন রেড্ডি।
নাম ঘোষণার পর খাড়গে বলেন, ‘ইন্ডিয়া জোটের সব শরিক দল এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। ধর্মনিরপেক্ষতা ও সাংবিধানিক মূল্যবোধের ধারক হিসেবে এক অরাজনৈতিক মুখকে বেছে নিয়েছি আমরা।প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি ভারতের অন্যতম বিশিষ্ট এবং প্রগতিশীল আইনবিদ।
উপ-রাষ্ট্রপতি নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে ৯ সেপ্টেম্বর ২০২৫। এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বি. সুদর্শন রেড্ডি এনডিএ জোটের প্রার্থী সি. পি. রাধাকৃষ্ণন-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আইন ও বিচার ব্যবস্থায় দীর্ঘ ও সম্মানিত ক্যারিয়ার গড়েছেন বি. সুদর্শন রেড্ডি। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি; পরবর্তীতে গোয়া রাজ্যের প্রথম লোকায়ুক্তা হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।ন্যায়বিচারের প্রতি তাঁর অক্ষুণ্ণ নিষ্ঠা এবং বিচক্ষণতাকে রাজনৈতিক পর্যায়ে নেওয়ার সিদ্ধান্তকে বিরোধী শিবির ইতিবাচকভাবে দেখছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊