চরম অবহেলায় দিনহাটার নিগমনগর মাছ বাজার: নরককুণ্ডে পরিণত, ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ
দিনহাটা, ৭ আগস্ট, ২০২৫: দিনহাটার অন্যতম গুরুত্বপূর্ণ নিগমনগর মাছ বাজার এখন চরম অবহেলা ও অব্যবস্থার শিকার। প্রায় এক দশক ধরে কোনো রকম মেরামত বা সংস্কার না হওয়ায় এবং নিয়মিত সাফাইয়ের ব্যবস্থা না থাকায় বাজারটি যেন এক নরককুণ্ডে পরিণত হয়েছে। এই অবস্থায় বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতা, সকলের মধ্যেই ক্ষোভ বাড়ছে। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
অব্যবস্থা ও দুর্গন্ধের রাজত্ব
জেলা রেগুলেটেড মার্কেট কমিটির অধীনে থাকা এই বাজার থেকে নিয়মিত ট্যাক্স আদায় করা হলেও, গত দশ বছর ধরে এর দেখভালের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একসময় যেখানে প্রতিদিন সাফাই হতো, সেখানে এখন নোংরা আবর্জনার স্তূপ জমে রয়েছে। তীব্র দুর্গন্ধের কারণে সেখানে দাঁড়ানোই কঠিন। বিক্রেতারা বাধ্য হয়ে এই অস্বাস্থ্যকর পরিবেশেই রুজি-রোজগার করছেন, আর ক্রেতারা নাকে রুমাল চাপা দিয়ে কোনোমতে প্রয়োজনীয় জিনিস কিনে চলে যাচ্ছেন।
ভাঙাচোরা পরিকাঠামো
বাজারের টিনের শেড ফুটো হয়ে গিয়েছে এবং চালও ঝাঁঝরা। ফলে বর্ষাকালে পুরো বাজার জল থইথই করে। ক্রেতা-বিক্রেতা উভয়কেই বৃষ্টির জলে ভিজে কেনাকাটা করতে হয়। দোকানের বসার জায়গাগুলোও ভেঙেচুরে একাকার। এই করুণ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিগমনগর মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুবোধ দাস এবং রাজু মহন্ত। তারা জানান, রেগুলেটেড মার্কেট কমিটি তাদের দায়িত্ব পালন করছে না।
কর্তৃপক্ষের নিরবতা
ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দিনহাটার মহকুমা শাসক, বিডিও এবং এমনকি জেলা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি। এ বিষয়ে জানতে চাওয়া হলে জেলা রেগুলেটেড মার্কেট কমিটির সচিব দেবনাথ মন্ডল কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রশাসনের এই নীরবতা ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
নিগমনগর বাজারের এই দুরবস্থা কেবল ব্যবসায়ী বা ক্রেতাদের সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্যও একটি বড় হুমকি। দ্রুত এর সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊