Cloudburst: উত্তরকাশীতে হড়পা বানে ভেসে গেল একাধিক গ্রাম, নিখোঁজ অনেকে
উত্তরকাশী: প্রবল বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে জেলার একাধিক গ্রামে হড়পা বানের সৃষ্টি হয়েছে, যার ফলে বাড়িঘর, রাস্তাঘাট এবং দোকানপাট জলের তোড়ে ভেসে গেছে। বহু গ্রামবাসী নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন এবং সংবাদ সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী, ধরালি গ্রামের কাছে কিষাণগঙ্গা নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় এই বিপর্যয় ঘটেছে। এতে গঙ্গোত্রী জাতীয় সড়কের একটি বড় অংশ জলের নিচে চলে গেছে, যার ফলে যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে।
দুর্ঘটনাস্থলে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ উদ্ধারকার্য চালাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি, তবে স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হড়পা বানে বহু বাড়িঘর তো বটেই, গ্রামে থাকা অন্তত ২০-২৫টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে। মেঘভাঙা বৃষ্টির জলে উপচে পড়ে ক্ষীরগঙ্গা নদী। এক সময় পাহাড় থেকে নেমে আসা নদীর জলের তোড়ে ভেসে যায় দুই পাড়। তাতেই কমপক্ষে ৫০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনায় গঙ্গোত্রী ধাম যাত্রাও ব্যাহত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে আরও ভারী বৃষ্টি হতে পারে। পর্যটকদের এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊