Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বাধীনতা দিবসের সকালে বেঙ্গালুরুতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত শিশু, আহত ৯

স্বাধীনতা দিবসের সকালে বেঙ্গালুরুতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত শিশু, আহত ৯


Bengaluru blast 2025, Independence Day tragedy, Wilson Garden explosion, Karnataka CM Siddaramaiah, gas leak accident, child death Bengaluru



স্বাধীনতা দিবসের সকালে যখন গোটা দেশ জাতীয় পতাকা উত্তোলন ও দেশপ্রেমের আবহে মগ্ন, ঠিক তখনই কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শহরের উইলসন গার্ডেন এলাকার চিনাইয়ানাপাল্ল্যায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারাল এক শিশু, আহত হলেন আরও ৯ জন। বিস্ফোরণের তীব্রতায় গুঁড়িয়ে গেছে অন্তত ছয়টি বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি।

শুক্রবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ চিনাইয়ানাপাল্ল্যার একটি ছোট বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। মাত্র তিন মিনিটের মধ্যে খবর পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনীর কাছে। সকাল ৮টা ২৩ মিনিটে পুলিশ এবং ৮টা ২৫ মিনিটে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের মূল কারণ ছিল গ্যাস সিলিন্ডার লিক। ঘনবসতিপূর্ণ এই এলাকায় বাড়িগুলি একে অপরের সঙ্গে লাগোয়া হওয়ায় বিস্ফোরণের অভিঘাত ছড়িয়ে পড়ে আশপাশে।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমন্ত কুমার সিং ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “বিস্ফোরণে ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে ৯ জন ভর্তি আছেন এবং ১টি শিশু মারা গেছে।” তিনি আরও বলেন, “যে বাড়িতে বিস্ফোরণটি ঘটেছে, সেটি একটি ভাড়া বাড়ি। সেখানে তিন সদস্যের একটি পরিবার থাকত। সকালে পরিবারের কর্তা কাজে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু তার স্ত্রী ও শিশুটি বিস্ফোরণে আহত হন। মৃত শিশুটির নাম মোবারক, সে পাশের একটি বাড়িতে থাকত।”

পুলিশের ডেপুটি কমিশনার সারা ফাতিমাও ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধারকাজ তদারকি করেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের চিকিৎসা চলছে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “মোবারক নামের একটি ছেলে মারা গেছে। ৯ জন আহত হওয়ার খবরও রয়েছে। বর্তমানে সকলের চিকিৎসা চলছে।” মুখ্যমন্ত্রী নিহত শিশুর পরিবারকে ₹৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ সরকার বহন করবে বলেও জানান।

এই মর্মান্তিক দুর্ঘটনা স্বাধীনতা দিবসের আনন্দকে মুহূর্তে বিষাদে পরিণত করেছে। চিনাইয়ানাপাল্ল্যার বাসিন্দারা এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রশাসনের তরফে দ্রুত পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code