Ladakh adventure 2025: লাদাখের অজানা শৃঙ্গ জয় করে ফিরলেন বাংলার চার সাহসী পর্বতারোহী
Ladakh adventure 2025: হিমালয়ের বুকে নতুন ইতিহাস রচনা করলেন বাংলার চার পর্বতারোহী—গনেশ সাহা (শিলিগুড়ি), কল্যাণ দেব (ব্যারাকপুর), সুদেব রায় (মালবাজার) এবং কাজল কুমার দত্ত। তাঁদের নেতৃত্বে গঠিত দলটি লাদাখের দুর্গম পুগা ভ্যালির কাছে অবস্থিত দুটি অজানা শৃঙ্গ জয় করে ফিরেছেন, যেগুলোর উচ্চতা যথাক্রমে ৬১৫০ মিটার ও ৬২০৫ মিটার। এই শৃঙ্গগুলিতে এর আগে কোনো আনুষ্ঠানিক অভিযান হয়নি, ফলে তাঁদের এই সাফল্য একেবারে প্রথম পদচিহ্ন—এক নতুন ইতিহাসের সূচনা।
এই অভিযানটি আয়োজিত হয়েছিল শিলিগুড়ি-ভিত্তিক হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (HNAF)-এর উদ্যোগে। ষোল বছর পর এত বড় মাপের অভিযান পরিচালনা করল সংগঠনটি। অভিযাত্রীদের যাত্রা শুরু হয় ৩১ জুলাই রাতে শিলিগুড়ি থেকে। ট্রেনে দিল্লি, সেখান থেকে বাসে মানালি হয়ে পৌঁছন লাদাখে। ৫ আগস্ট তাঁরা বেস ক্যাম্প স্থাপন করেন, এবং ৯ আগস্ট ভোর ৪টায় দ্বিতীয় ক্যাম্প থেকে চূড়ান্ত অভিযান শুরু হয়।
প্রায় ১২ ঘণ্টার কঠিন ট্রেকিং, বরফে ঢাকা পথ, ৬০ ডিগ্রি খাড়া পাথুরে ঢাল, এবং তীব্র ঠান্ডা হাওয়া—সবকিছু জয় করে তাঁরা প্রথম শৃঙ্গের শিখরে পৌঁছন সকাল ১০টা ২০ মিনিটে। এরপর দ্বিতীয় শৃঙ্গ জয় হয় ১১টা ৫০ মিনিটে। এই অভিযানে তাঁরা কোনো শেরপা, গাইড বা বাহক ছাড়াই সম্পূর্ণভাবে নিজেদের শক্তি ও দক্ষতার উপর নির্ভর করেন—একটি “unsupported ascent” যা পর্বতারোহণের জগতে বিরল।
অভিযানের সময় তাঁরা নানা প্রতিকূলতার মুখোমুখি হন—ঝড়-বৃষ্টি, পাহাড়ি ধস, জলাভাব, এবং ফেরার পথে ৩৬ ঘণ্টা পাহাড়ি রাস্তায় আটকে থাকার অভিজ্ঞতা। অভিযাত্রী গনেশ সাহা বলেন, “অজানা শৃঙ্গে ওঠার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অনিশ্চয়তা। কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করছে আগে থেকে বলা যায় না। সেখানেই লুকিয়ে থাকে রোমাঞ্চ আর দায়িত্ব।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊