Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্গাপূজা অনুদান বণ্টনে বৈষম্যের অভিযোগ, প্রতিবাদে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

শিলিগুড়িতে দুর্গাপূজা অনুদান বণ্টনে বৈষম্যের অভিযোগ, প্রতিবাদে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

শিলিগুড়িতে দুর্গাপূজা অনুদান বণ্টনে বৈষম্যের অভিযোগ, প্রতিবাদে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ


শিলিগুড়ি: দুর্গাপূজার অনুদান বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে শিলিগুড়িতে প্রতিবাদে নামল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বৃহস্পতিবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সামনে অবস্থান-বিক্ষোভ করে তারা। তাদের অভিযোগ, শাসক দলের ঘনিষ্ঠ পুজো কমিটিগুলিই অনুদান পাচ্ছে, অথচ ছোট ও প্রান্তিক এলাকার পুজো কমিটিগুলোকে বঞ্চিত করা হচ্ছে।


প্রতিবাদের অংশ হিসেবে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের কাছে একটি দাবিপত্র জমা দেওয়ার চেষ্টা করা হয়। তবে মেয়র কর্পোরেশনে উপস্থিত না থাকায় পুলিশ গেটেই তাদের আটকে দেয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা এবং কর্পোরেশনের গেটের সামনেই বসে পড়েন।


এই প্রতিবাদে শহরের বেশ কিছু প্রান্তিক এলাকার পুজো কমিটি এবং মহিলা পরিচালিত পুজো কমিটিও যোগ দেয়। তাদের অভিযোগ, যেখানে বড় বড় পুজো কমিটিগুলো সরকারি অনুদান পাচ্ছে, সেখানে তাদের মতো ছোট কমিটিগুলোকে উপেক্ষা করা হচ্ছে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কার্যকর্তা বিক্রমাদিত্য মণ্ডলের কথায়, “সরকার মুখ দেখে মুগের ডাল করছে। শাসক ঘনিষ্ঠ ক্লাবগুলিকেই অনুদান দেওয়া হচ্ছে। সাধারণ ছোট পুজো কমিটি ও প্রান্তিক এলাকার মানুষরা বারবার বঞ্চিত হচ্ছেন।”


আন্দোলনে অংশ নেওয়া ইসকন মন্দির রোডের মা ভগবতী মহিলা দুর্গাপূজা কমিটির এক সদস্য বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে শুধু আবেদন জানাতে এসেছিলাম। কিন্তু সেটুকুও করার সুযোগ দেওয়া হলো না। সরকারের কাছ থেকে কিছু আশা করাই ভুল।”


বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দাবি, যদি পূজা সবার জন্য হয়, তবে অনুদানও সবার জন্য হওয়া উচিত। তাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি এই বৈষম্য চলতে থাকে, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে আন্দোলন আরও তীব্র হবে বলে তারা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code