Latest News

6/recent/ticker-posts

Ad Code

লোকসভায় তৃণমূলের নয়া মুখ্য সচেতক কাকলি

লোকসভায় তৃণমূলের নয়া মুখ্য সচেতক কাকলি

Kakali Ghosh Dastidar



তৃণমূল কংগ্রেস (TMC)-এর সিনিয়র সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী কাল্যাণ ব্যানার্জী সোমবার লোকসভায় পার্টির Chief Whip পদ থেকে ইস্তফা দেন। তিনি অভিযোগ করেন, দলীয় সংসদ সদস্যদের মধ্যে সমন্বয়হীনতা ও অনুপস্থিতির দায় প্রধানত তাঁর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে দলের ভার্চুয়াল মিটিং-এ অভিজাতরা তাঁর বিরুদ্ধে দায় দায়ের ঝুঁকি দেখায়, যা তিনি মেনে নিতে চাননি। তিনি বলেন, "লোকসভা এমপির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। তাই দায় আমার ওপর। তাই পদত্যাগ করলাম।” তিনি আরও জানান, “দক্ষিণ কলকাতা, ব্যারাকপুর, বাঁকুড়া, উত্তর কলকাতার এমপিরা প্রায়ই সংসদে উপস্থিত হন না, অথচ দায় আমাকে দেওয়া হচ্ছে” ।

আজ কাল্যাণ ব্যানার্জীর পদত্যাগ গ্রহণ করা হয়, এবং দলের পক্ষ থেকে তাঁকে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়। সেই সঙ্গে ডাক্তার ও সাংসদ ড. কাকলি ঘোষ দস্তিদারকে নতুন Chief Whip হিসেবে এবং শতাব্দী রায়কে Deputy Leader হিসেবে মনোনীত করা হয়, যা ৫ আগস্ট দুপুরে TMC-র অফিসিয়াল পোস্টে ঘোষণা করা হয়।

লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে দায়িত্ব ছাড়তে চেয়ে সোমবার বিকেলে কল্যাণ পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। মঙ্গলবার দুপুরেই তা গ্রহণ করেছেন তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে এই খবর নিশ্চিত করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বদলে এখন লোকসভায় দলের নতুন মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হল বারাসতের দীর্ঘদিনের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারকে। নতুন দায়িত্বের জন্য কাকলি এবং শতাব্দীকে এক্স হ্যান্ডল পোস্টে শুভেচ্ছা জানালেন মহুয়া মৈত্র।

এদিকে বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণে দলের লোকসভা নেতা হিসেবে অভিষেককে দায়িত্ব দেওয়া হয়েছে গতকালকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code