‘দাগি অযোগ্যদের’ বাদ, শিক্ষক নিয়োগে নয়া বিজ্ঞপ্তি জারির নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টের নির্দেশে 'চিহ্নিত অযোগ্য'রা অংশ নিতে পারবে না। সোমবার কলকাতা হাইকোর্ট নতুন বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। ব্যাপক দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। সুপ্রিমকোর্টের নির্দেশে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। কিন্তু সুপ্রিমকোর্টের নির্দেশে 'দাগি অযোগ্যদের' আবেদনে সুযোগ না দেওয়ার নির্দেশ থাকলেও কমিশন 'চিহ্নিত অযোগ্য' প্রার্থীদের অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট কোনো নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তিতে জারি করেনি। শুরু হয় আবেদন প্রক্রিয়া। ফলে পিটিশন জমা পড়ে হাইকোর্টে।
পিটিশনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও অযোগ্যদের সুযোগ কেন তা নিয়ে প্রশ্ন তোলেন। SSC-এর বিজ্ঞপ্তিতে ত্রুটি রয়েছে এবং এই বিষয়ে আরও স্পষ্টতা আনা প্রয়োজন বলে জানান বিচারপতি। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সুপ্রিম কোর্টের আদেশ সম্পূর্ণরূপে কার্যকর করতে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। ফলে, নতুন বিজ্ঞপ্তিতে 'চিহ্নিত অযোগ্য' প্রার্থীদের অংশগ্রহণের উপর সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকবে, যা যোগ্য ও মেধাবী প্রার্থীদের জন্য একটি ন্যায্য সুযোগ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।
যাদের OMR শিট বা উত্তরপত্রে কারচুপি ধরা পড়েছে, যারা অন্যায্যভাবে মেধা তালিকায় স্থান পেয়েছিলেন ('র্যাঙ্ক জাম্পিং'), অথবা যারা প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে তাঁদেরকেই দাগি অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। প্রায় ৮,০০০ শিক্ষককে 'চিহ্নিত অযোগ্য' হিসেবে গণ্য করা হয়েছে এবং তাদের প্রাপ্ত বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
এই রায় রাজ্যজুড়ে হাজার হাজার চাকরিপ্রার্থীর মনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন দুর্নীতির শিকার হওয়া যোগ্য চাকরিপ্রার্থীরা। তবে, যারা পূর্ববর্তী নিয়োগে চাকরি হারিয়েছেন এবং নিজেদের 'অযোগ্য' বলে মনে করেন না, তাদের মধ্যে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে SSC-কে দ্রুত নতুন বিজ্ঞপ্তি জারি করে সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊