Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্জাক খাঁ খুনের পর নিরাপত্তা জোরদার, দেহরক্ষী পেলেন ভাঙড়ের ১০ জন তৃণমূল নেতা

রাজ্জাক খাঁ খুনের পর নিরাপত্তা জোরদার, দেহরক্ষী পেলেন ভাঙড়ের ১০ জন তৃণমূল নেতা

tmc


ভাঙড়:

তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের ঘটনার পর রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিল প্রশাসন। এবার ভাঙড়ের ১০ জন তৃণমূল নেতাকে বরাদ্দ করা হল নিরাপত্তারক্ষী। কলকাতা পুলিশের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।



নিরাপত্তা পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন,

সাবিরুল ইসলাম, জাগুলগাছি অঞ্চল তৃণমূল সভাপতি

রাকেশ রায়চৌধুরী, আইএনটিটিইউসি-র ভাঙড় ১ নম্বর ব্লক সভাপতি

অহিদুল ইসলাম, চালতা বেড়িয়া অঞ্চলের কনভেনার

নিজামুদ্দিন মোল্লা – চালতা বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও ভাঙড় বিধানসভা কমিটির সদস্য

মমিনুল ইসলাম – ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ


অন্যদিকে, যাঁদের দেহরক্ষী সংখ্যা বাড়ানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন।

আহসান মোল্লা, ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ

বাহারুল ইসলাম, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ

শাহজাহান মোল্লা, ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি

খাইরুল ইসলাম, ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ

মহাসিন গাজী, ভাঙড় ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেল-এর সভাপতি


তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের পরে ওইসব নেতারা আতঙ্কে ভুগছিলেন বলে জানা যায়। তাঁদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের নিরাপত্তা পাওয়ার কথা প্রকাশ্যে আনেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code