Latest News

6/recent/ticker-posts

Ad Code

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে তৃণমূল নেতা পীযূষ ঘোষকে খুন

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন! চাঞ্চল্য কোমরপুরে, প্রাণ গেল তৃণমূল নেতা পীযূষ ঘোষের বীরভূম

Birbhum news


বীরভূম জেলার লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে শনিবার রাতে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। টার্গেট ছিল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পীযূষ ঘোষ।

স্থানীয় সূত্রে খবর, রাতে একটি ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন পীযূষবাবু। সেই সময়ই দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয় এবং খুব কাছ থেকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একাধিক গুলি চালিয়ে চম্পট দেয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকেই এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা এর পিছনে রয়েছে, কী উদ্দেশ্যে এই হামলা — তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয়দের একাংশের দাবি, রাজনৈতিক প্রতিহিংসাই এই হত্যাকাণ্ডের মূল কারণ হতে পারে।

এই ঘটনার প্রেক্ষিতে শাসক দলের জেলা নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দলীয় নেতৃত্বের দাবি, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন।

পীযূষ ঘোষ ছিলেন কৃষক সমাজে অত্যন্ত জনপ্রিয় মুখ। তাঁর এই আকস্মিক ও নৃশংস মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code