প্রকাশ্যে বোমা বাঁধার ভিডিও দেখিয়ে পুলিশকে তোপ তৃণমূল ব্লক সভাপতির
প্রকাশ্যে বোমা বাঁধার ভিডিও দেখিয়ে পুলিশকে তোপ দাগালো সিউড়ি দুইনং ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলাম । তাঁর অভিযোগ, সিউড়ি থানার আইসি বোলপুরের নির্দেশে কাজ করছেন । বোলপুরের নির্দেশ বলতে বীরভূম জেলা প্রাক্তন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দিকে আঙ্গুল তুলেছে নুরুল ইসলাম ।
রবিবার সিউড়ি দুইনং পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতিকে ওড়না ধরে টানাটানি শ্লীলতাহানি করার অভিযোগ উঠে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ লোকজনদের বিরুদ্ধে । এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ । সিউড়ি দুই নং পঞ্চায়েতসমিতির সভাপতি সিউড়ি দুইনং ব্লক তৃণমূল সভাপতি তথা বীরভূম জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের ঘনিষ্ঠ । বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম । নুরুল ইসলাম প্রথম জীবনে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিল । গোরু পাচার মামলায় তিহাড় জেলে অনুব্রত মণ্ডল যাওয়ার পর শিবির বদল করে বীরভূম জেলাপরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ঘনিষ্ঠ হয় নুরুল ইসলাম ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊