জলপাইগুড়িতে দাদাভাই তাইকুন্ডু ইউনিটের ব্ল্যাকবেল্ট ও কালারবেল্ট পরীক্ষায় ব্যাপক অংশগ্রহন
নিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়ি: আত্মবিশ্বাস ও লড়াইয়ের মনোভাবের প্রতীক হিসেবে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়ে গেল দাদা ভাই টাইকুনড ইউনিটের আয়োজিত ব্ল্যাকবেল্ট এবং কালারবেল্ট পরীক্ষা। দারুণ উৎসাহ, উদ্দীপনা ও পরিবারসমূহের উপস্থিতির মধ্য দিয়ে উদযাপিত হলো এই দিনের বিশেষ শিবির।
এবছর জলপাইগুড়ি দাদাভাই ইউনিটে কালারবেল্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ১১০ জন তরুণ তায়কুন্ডু শিক্ষার্থী এবং ব্ল্যাকবেল্ট পরীক্ষায় অংশ নেন ৪২ জন প্রতিযোগী। অংশগ্রহণকারীরা মূলত উত্তরবঙ্গের পাঁচটি জেলার বিভিন্ন ইউনিট থেকে আসেন। শিশু, কিশোর-কিশোরী থেকে শুরু করে কিশোর বয়সী প্রতিযোগীরা আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে।
পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন দুইজন আন্তর্জাতিক মানের প্রশিক্ষক, যাঁরা তায়কুন্ডুর আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন। তাঁদের উপস্থিতি পরীক্ষার মান ও মূল্যায়নে আন্তর্জাতিক ছাপ রেখে যায়।
এ দিনের শিবিরটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জলপাইগুড়ি দাদাভাই ইউনিটের কোচ পাপ্পু গুহ রায়। তাঁর নেতৃত্বে পুরো পরীক্ষা পরিকাঠামো নিখুঁতভাবে পরিচালিত হয়। উপস্থিত ছিলেন ইউনিটের সম্পাদক তপন ব্যানার্জি, যিনি পুরো আয়োজনে সংগঠনের তরফে সমন্বয় রক্ষা করেন।
শিবিরে শিক্ষার্থীদের উৎসাহ দিতে অসংখ্য অভিভাবক-অভিভাবিকারা উপস্থিত ছিলেন। তাঁরা সন্তানের আত্মবিশ্বাস ও অগ্রগতির সাক্ষী থাকেন এবং পুরো অনুষ্ঠানটি গভীর মনোযোগে পর্যবেক্ষণ করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊