Latest News

6/recent/ticker-posts

Ad Code

পৌরসভার গাড়ি নিয়ে দুঃসাহসিক চুরি, পলাতক চোরের দল

পৌরসভার গাড়ি নিয়ে দুঃসাহসিক চুরি, পলাতক চোরের দল

Burdwan news


বাড়িতে কেউ না থাকার সুবাদে বর্ধমান পৌরসভার জঞ্জাল ফেলার গাড়ি নিয়ে বর্ধমান পৌরসভার ভাতছালা মসজিদ তলা এলাকায় চুরি করতে আসে একদল চোর। ফাঁকা বাড়ি থেকে বেশ কিছু কাঁসার বাসন পত্র চুরি করে পৌরসভার জঞ্জাল ফেলার গাড়ি করে নিয়ে পালানোর সময় প্রতিবেশীদের চিৎকারে পৌরসভার গাড়ি সহ চুরিকরা সামগ্ৰী ফেলে পালায় চোরের দল। অনেক খোঁজাখুঁজির পরেও ধরা যায়নি চোরেদের।

এই ঘটনার বিষয়ে খবর দেওয়া হয় বাড়ির মালিক বাসুদেব সরকারকে।প্রতিবেশী রাজেশ সিং এবং স্থানীয়রা বলেন গতকাল রাত প্রায় ২ টো থেকে ২:৩০ নাগাত তার ছেলে বাথরুম করতে উঠে দেখেন তিন জন ব্যক্তি বাসুদেব সরকারকে বাড়ি থেকে বস্তায় করে কিছু বের করে নিয়ে যাচ্ছেন। সেই সময় ছেলে ডাকে তিনি বাড়ির সদর দরজা খুলতেই, এবং প্রতিবেশিরা বেড়িয়ে আসতেই চুরি করা সামগ্ৰী সহ বর্ধমান পৌরসভার জঞ্জাল ফেলার গাড়ি ফেলে পালিয়ে য়ায চোরের দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code