Latest News

6/recent/ticker-posts

Ad Code

সৃজিত-সুস্মিতার প্রেমের গুঞ্জন টলিউডে

সৃজিত-সুস্মিতার প্রেমের গুঞ্জন টলিউডে


Srijit-Sushmita's love story is a hot topic in Tollywood
Photo Credit: Srijit Instagram

টলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং তরুণ অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন, যা সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে দর্শকদের কৌতূহল যেমন বাড়ছে, তেমনি প্রশ্ন উঠছে—এই সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব, নাকি তার চেয়ে বেশি কিছু?
Srijit-Sushmita's love story is a hot topic in Tollywood
Photo Credit: Susmita Instagram

গুঞ্জনের সূত্রপাত হয় পুরীর সমুদ্র সৈকতে তোলা একটি সেলফি থেকে। ছবিটি সুস্মিতা নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন, ক্যাপশনে লেখেন—“স্যার আঁখো পার।” এরপর ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ে তাঁদের একসঙ্গে উপস্থিতি এই জল্পনাকে আরও উস্কে দেয়। তাঁদের একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে, এবং নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা মন্তব্য ও বিশ্লেষণ।

Srijit-Sushmita's love story is a hot topic in Tollywood
Photo Credit: Susmita Instagram

এই প্রসঙ্গে সুস্মিতা বলেন, “আমরা খুব ভালো বন্ধু, একান্ত কাছের। কিন্তু কেউ যদি তাতে অন্য মানে খুঁজে নেয়, সেটা তার ব্যাপার। প্রেম করলে সেটা গোপন রাখতাম, ঢাকঢোল পিটিয়ে জানানো আমার স্বভাব নয়।” তিনি আরও জানান, ইন্ডাস্ট্রির বাইরের এক ব্যক্তির সঙ্গে তাঁর আড়াই-তিন বছরের সম্পর্ক ছিল, যা কেউ জানত না। তাঁর কথায় স্পষ্ট, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই সংযত এবং গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন।

Srijit-Sushmita's love story is a hot topic in Tollywood
Photo Credit: Susmita Instagram

অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায় এই গুঞ্জনকে “অবিশ্বাস্য” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে ঘিরে এত আলোচনা হচ্ছে, এটা ভেবে অবাক হচ্ছি। আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি, কিন্তু নিজেরা তো এখনকার মানুষ! একটু রিল্যাক্স করুন, একটা ছবি নিয়ে এত তোলপাড় করার কিছু নেই।” তাঁর রসিকতায় যেমন রয়েছে বিরক্তির ছোঁয়া, তেমনি রয়েছে গুঞ্জনকে হালকা করে দেখার ইঙ্গিত।


Srijit-Sushmita's love story is a hot topic in Tollywood
Photo Credit: Susmita Instagram

যদিও দুজনেই সম্পর্কের গুঞ্জনকে অস্বীকার করেছেন, তাঁরা স্বীকার করেছেন যে তাঁরা এখন ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুত্ব ভবিষ্যতে প্রেমে রূপ নেবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে টলিউডে এমন সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। দর্শকরা যেমন তাঁদের কাজের জন্য আগ্রহী, তেমনি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কৌতূহলী। সৃজিত ও সুস্মিতার সম্পর্কের প্রকৃত রূপ কী, তা হয়তো ভবিষ্যতের কোনো দিন স্পষ্ট হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code