Latest News

6/recent/ticker-posts

Ad Code

ক্যাপসুলের দরজা খুলে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারী শুভাংশু, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদি

ক্যাপসুলের দরজা খুলে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারী শুভাংশু, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদি

shubhanshu-shukla-returns-gaganayaan



১৫ জুলাই ২০২৫,ক্যালিফোর্নিয়া :

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরে এলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। ভারতীয় সময় তিনটে বেজে এক মিনিটে ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নেমে এল তাঁদের 'ড্রাগন' ক্যাপসুল। সময়টা এদেশের হিসেবে দুপুর হলেও, সান দিয়াগো উপকূলে তখন গভীর রাত। সেই রাতের অন্ধকারেই হাসিমুখে পৃথিবীতে ফিরলেন শুভাংশু এবং তাঁর সঙ্গীরা।

ক্যাপসুলের হ্যাচ খুলে তাঁদের বের করে আনা হয়েছে। আপাতত ঘরে ফেরা মহাকাশচারীদের বেশ কিছু শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এদিকে, শুভাংশুর প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের অভিযানকে 'ঐতিহাসিক' বলে অভিহিত করেছেন। ঘরের ছেলে ঘরে ফেরায় আনন্দাশ্রু দেখা গেছে শুভাংশুর মায়ের চোখেও।

সোমবার পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতীয় মহাকাশচারী ও তাঁর সঙ্গীরা। অবশেষে এদিন নির্ঘণ্ট মেনেই ফিরলেন তাঁরা। একেবারে ঘড়ি মিলিয়ে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে তাঁদের ক্যাপসুল। এর প্রায় ৫০ মিনিট পরে হ্যাচ খুলে শুভাংশুদের ক্যাপসুল থেকে বের করা হয়। এবার তাঁদের নানা শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, যা মহাকাশ ভ্রমণ থেকে ফিরে আসার পর একটি সাধারণ প্রক্রিয়া। এই সফল প্রত্যাবর্তন ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে (Indian space research history) একটি নতুন মাইলফলক স্থাপন করল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code