Latest News

6/recent/ticker-posts

Ad Code

নদীগর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি, মাথায় হাত কৃষকদের

নদীগর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি, মাথায় হাত কৃষকদের।

River



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

টানা কয়েক দিনের বৃষ্টিতে ফুঁসছে দামোদর নদ। দামোদরে জলের বারবারন্তে ইতিমধ্যে ভাঙ্গন শুরু হয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের গৈতানপুর চরমানা এলাকা। দামোদরের জলে তলিয়ে গেছে নদীর পাশে থাকা বাড়িঘর ও বিঘার পর বিঘা চাষের জমি।গৈতানপুর চরমানা এলাকায় দামোদর নদের ভাঙন এই প্রথম নয়।এটি একটি দীর্ঘদিনের সমস্যা। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ভাঙন রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে একাধিকবার আবেদন‌ও জানিয়েছেন।তাতেও কোনো লাভ হচ্ছেনা বলে জানান স্থানীয়রা।

তবে দামোদরের নদে অবৈধ বালি তোলার কারেণেই এই ভাঙন বলে মনে করেন অনেকেই।

স্থানীয়দের অভিযোগ,দিনের পর দিন দামোদর নদের থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, যার ফলে নদীর পাড় দুর্বল হয়ে যাচ্ছে এবং ভাঙন দ্রুত ঘটছে।

ভাঙনের ফলে গৈতানপুর চরমানা এলাকার বহু মানুষ তাদের জমি, ঘরবাড়ি হারিয়েছেন। বিঘার পর বিঘা চাষের জমি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় চাষাবাদও ব্যাহত হচ্ছে। চরম ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা।এই পরিস্থিতিতে, স্থানীয় মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের জন্য খন্ডঘোষ ব্লক আধিকাক,বিএল আর ও, এবং ডি ভি কতৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। আধিকারিকরা শুধু প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছেন বলে জানান গৈতানপুর এলাকার বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code