ঠাকুরের ছবির ফ্রেমে গাঁজা পাচার: রামপুরহাটে তৃণমূল নেতাসহ ৩ জন আটক

ঠাকুরের ছবির ফ্রেমে গাঁজা পাচার: রামপুরহাটে তৃণমূল নেতাসহ ৩ জন আটক
ধৃতদের কাছ থেকে আনুমানিক 12 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ( ছবিঃইটিভি ভারত)

রামপুরহাট, ৬ জুলাই, ২০২৫: অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টার সময় পুলিশের হাতে আটক হলো তিন ব্যক্তি। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট পুলিশ প্রায় ১২ কেজি গাঁজাসহ তাদের আটক করে। এই ঘটনায় আটককৃতদের মধ্যে স্থানীয় নারায়ণপুর পঞ্চায়েতের একজন সদস্য ও তৃণমূল নেতা লালন শেখের নাম উঠে আসায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন ব্যক্তি শনিবার বহরমপুর থেকে একটি বাসে করে রামপুরহাট বাসস্ট্যান্ডে নামে। এরপর সেখান থেকে অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যে তারা রামপুরহাট মাড়গ্রাম মোড়ে এসে দাঁড়ায়। গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব থেকেই সতর্ক থাকা রামপুরহাট থানার পুলিশ ওই সময়ই তল্লাশি অভিযান চালায় এবং সন্দেহভাজন তিনজনকে আটক করে।

তল্লাশির সময় তাদের কাছে থাকা ব্যাগগুলো থেকে বেশ কয়েকটি কাঠের ফ্রেমে বাঁধানো ঠাকুরের ছবি উদ্ধার হয়। প্রথমে নিরীহ মনে হলেও, পুলিশের সন্দেহ হয় এবং ছবিগুলোর ফ্রেম পরীক্ষা করা হয়। তখনই দেখা যায়, ওই ফ্রেমগুলোর ভেতরে সুকৌশলে বিপুল পরিমাণ গাঁজা লুকানো আছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক ওজন প্রায় ১২ কেজি।

আটককৃত তিনজনের মধ্যে একজন আসামের বাসিন্দা বলে জানা গেছে। অন্য দু'জনের পরিচয় স্থানীয়। এদের একজন হলো নারায়ণপুর পঞ্চায়েতের সদস্য এবং স্থানীয় তৃণমূল নেতা লালন শেখ। তৃতীয় ব্যক্তি লালনের সঙ্গী, যার বাড়ি রামপুরহাট থানার নারায়ণপুর পঞ্চায়েতের তেঁতুলবাঁধি গ্রামে।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একজন জনপ্রতিনিধির মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে পুলিশের তদন্তের উপর নজর রাখছে সকলে। রামপুরহাট থানার পুলিশ আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদক পাচারের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তারা এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে।