Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rajanya Haldar AI Photo: অবশেষে ছবি বিকৃতি নিয়ে থানায় অভিযোগ দায়ের রাজন্যা হালদারের

Rajanya Haldar AI Photo:  অবশেষে ছবি বিকৃতি নিয়ে থানায় অভিযোগ দায়ের রাজন্যা হালদারের

Rajanya Haldar AI Photo


অবশেষে থানায় অভিযোগ দায়ের রাজন্যা হালদারের। ছবি বিকৃতির অভিযোগে তুলে শিরোনামে এসেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেত্রী রাজন্যা। এবার পুলিশের দ্বারস্থ তিনি। কসবার ল'কলেজে গণধর্ষণের অভিযোগে ধৃতের বিরুদ্ধে সামনে আসছে আরও সব চাঞ্চল্যকর অভিযোগ! মুখ খুলছেন একের পর এক পড়ুয়া। আর এর মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদারও। এবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের রাজন্যার।

AI ব্যবহার করে তাঁর সেমি-ন্যুড ছবি তৈরি করে তা জুনিয়রদের মোবাইলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন রাজন্যা। একজন এমএম নয় আরও অনেকেই রয়েছেন এরকম। এমনটাই দাবি ছিল রাজন্যার। এর আগে বিস্ফোরক অভিযোগ করলেও তা পুলিশে জানাননি বলেই দাবি করেন রাজন্যা। তিনি বলেন, দলকে জানিয়েছেন। ভালবেসে দল করতেন তিনি। তাই দল সিদ্ধান্ত নিক এমনটাই চেয়েছিলেন। তবে এবার শেষমেষ পুলিশের দ্বারস্থ তিনি।

রাজন্যার কথায়, পুলিশ তদন্ত করুক এবং বলুক যে ছবিগুলো তার নয় ছবিগুলো এআই দিয়ে তৈরি করা। রাজন্যার আরও জানান, আমার কিছু সাসপেক্ট লিস্ট আছে, যেসব দাদারা জুনিয়রদের মোবাইলে ছবি ছড়িয়ে দিয়েছিল। পুলিশকে জানিয়েছি। তারা তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম কথা নয়, তারা এখনও অধরা, সাজা পায়নি সেটাই বড় কথা।

إرسال تعليق

0 تعليقات

Ad Code