বিয়ের পিঁড়িতে বসেই কাব্যগ্রন্থ প্রকাশ ধ্রুবর
বিয়ের পিঁড়িতে বসেই কবিতা!ধ্রুব বিকাশ মাইতির 'চোখের ভেতর মাছরাঙা'-এক কবির প্রেম, প্রতিশ্রুতি ও কাব্যিক বিপ্লব সাধারণত আলাদা সময়ে ঘটে, আলাদা মনস্তত্ত্বে বাস করে। কিন্তু কবি ধ্রুব বিকাশ মাইতি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন,জীবনের সবচেয়ে অন্তরঙ্গ এবং আবেগপূর্ণ দিনে-নিজের বিয়ের দিনে, তিনি প্রকাশ করলেন তাঁর নতুন কাব্যগ্রন্থ 'চোখের ভেতর মাছরাঙা'।
প্রত্যন্ত সুন্দরবনের নামখানা ব্লকের দেবনগর এলাকার কবি ধ্রুব বিকাশ,এর আগে একদিনে পাঁচখানা কাব্যগ্রন্থ প্রকাশ করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলেছিলেন। সেই ধ্রুব বিকাশের আজ শুভ পরিণয়ে আরও একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছে,মুখরিত হয়ে উঠেছে তাঁর বিয়ের প্রাঙ্গণ,কবিতার পাতায় পাতায় প্রেম থাকে-এ তো জানা কথা। কিন্তু বিয়ের সিঁদুর দানের ঠিক পরেই নতুন কাব্যগ্রন্থ প্রকাশ, যেন ভালোবাসাকে শুধু সামাজিক স্বীকৃতিতেই নয়, শব্দের শরীরে, সাহিত্যের দেহে রূপদান করলেন ধ্রুব,উৎসর্গে লেখা প্রেমের নরম উচ্চারণ বইটির উৎসর্গপত্রেই ধরা পড়ে ধ্রুবর প্রেমের পরিণতি ও প্রতিশ্রুতি।
তাঁর স্ত্রীর উদ্দেশ্যে লেখা উৎসর্গপত্রে আছে এক নীরব কাব্যিক প্রার্থনা-শিরোনাম দেখেই বোঝা যায়, এর মধ্যে একার্থে শব্দের গন্ধ লেগে আছে। স্বতন্ত্র আবহাওয়া থেকে শুরু করে নোনা হাওয়া জলা-জঙ্গল আর এশিয়ার বৃহৎ বদ্বীপের নদ-নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, সব মিলিয়ে ভিন্ন একটি অবস্থানে রেখেছে মাছরাঙাকে। তাই এই বাস্তবতার মধ্যে জীবন অতিবাহিত করা মানুষের সমাজও নিশ্চয় অন্য রকম হবে! গ্রন্থে এসব বিষয় বেশ গুরুত্বের সঙ্গে তুলে এনেছেন লেখক ধ্রুব বিকাশ।
শিরোনাম দেখেই বোঝা যায়, এর মধ্যে একার্থে শব্দের গন্ধ লেগে আছে। স্বতন্ত্র আবহাওয়া থেকে শুরু করে নোনা হাওয়া জলা-জঙ্গল আর এশিয়ার বৃহৎ বদ্বীপের নদ-নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, সব মিলিয়ে ভিন্ন একটি অবস্থানে রেখেছে মাছরাঙাকে। তাই এই বাস্তবতার মধ্যে জীবন অতিবাহিত করা মানুষের সমাজও নিশ্চয় অন্য রকম হবে! গ্রন্থে এসব বিষয় বেশ গুরুত্বের সঙ্গে তুলে এনেছেন লেখক ধ্রুব বিকাশ।
'উৎসর্গ: অনুষ্কা, এই জল হয়ে থাকা জীবনে, তুমি পাত্র হয়ে রেখো আমায় যত্নে।'
এই তিনটি পংক্তি যেন কবির নিজেকে এক চিরন্তন ভালবাসার ভেতরে সঁপে দেওয়ার প্রতিশ্রুতি। বাংলা সাহিত্য জগতে এমন আবেগঘন ও কাব্যিক উৎসর্গ বিরল। এ বিষয়ে ধ্রুব বিকাশ মাইতি তিনি জানান, বিয়ের দিনে বই প্রকাশের একটা অন্যতম আনন্দ রয়েছে। আমার অর্ধাঙ্গিনী আমার কবিতা পড়তে খুব ভালোবাসে সেই কারণে বিয়ের দিনে আমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমার কবিতা আমি অর্ধাঙ্গিনীকে উপহার দিলাম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊