Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার এনআরসি নোটিস পেলেন কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা মোমিনা বিবি

এবার এনআরসি নোটিস পেলেন কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা মোমিনা বিবি

Momina bibi



এবার এনআরসি নোটিস পেলেন কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা মোমিনা বিবি। বুধবার তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে পুলিশ। হাজিরার জন্য অসমের ধুবড়িতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। জানা যাচ্ছে এই নোটিশ পেয়ে কার্যত দিশেহারা তিনি। কি করবেন? কি হবে? ভেবেই আতঙ্কে মোমিনা বিবি। 

জানা যাচ্ছে, আসামে বিয়ে হলেও বহু বছর ধরে কোচবিহারে ভোট দিয়ে আসছেন তিনি। দীর্ঘদিন ধরে কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা। এখানে জমি কিনে বাড়ি করেছিলেন তাঁর স্বামী। এখন দুই ছেলে, পুত্রবধূদের নিয়ে সেই বাড়িতে থাকেন মোমিনা বিবি। 


জানা গেছে, তাঁর কাছে এর আগেও দু’বার এই নোটিস এসেছিল। এবারের নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী মাসে অসমের ধুবড়িতে মোমিনা বিবিকে হাজিরা দিতে হবে নিজের নথিপত্র নিয়ে। পুলিশ নিজে গিয়ে তাঁর হাতে সেই নোটিস দিয়ে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code