Latest News

6/recent/ticker-posts

Ad Code

কবে প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফল? জানালো বোর্ড

কবে প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফল? জানালো বোর্ড

Joint entrance result


আগামী ৭ অগাস্ট প্রকাশিত হতে পারে রাজ্য জয়েন্টের ফল। সাংবাদিক বৈঠকে করে জানাল বোর্ড। ওবিসি মামলার জের ফল প্রকাশ করতে পারেনি বোর্ড। জট কেটেছে ওবিসির ফলে ক্যাটাগরি আপডেটের পাশাপাশি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

চলতি বছর ২৭ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে ফল প্রকাশের পরিকল্পনা ছিল ৫ জুন। কিন্তু সংরক্ষণ সংক্রান্ত মামলা জন্যই আটকে ছিল ফলপ্রকাশ বলে বোর্ডের তরফে দাবি করা হয়েছে। ২৮ জুলাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর জয়েন্টের ফলপ্রকাশের বিষয় এগোনো গিয়েছে।

পাশাপাশি আজ ৩১ জুলাই, ১ অগাস্ট এবং ২ অগাস্ট সোশ্যাল ক্যাটেগরি আপডেট করতে হবে সব পরীক্ষার্থীদের। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের এই মর্মে এসএমএস করা হয়েছে। ক্যাটেগরি আপডেট করার পর সম্ভাব্য দিন হিসেবে ৭ অগাস্ট ফলপ্রকাশ হবে বলে জানিয়েছে বোর্ড।

সাংবাদিক বৈঠকে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, " আজ ৩১ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত ক্যাটেগরি আপডেট করার সুবিধা বহাল থাকছে। আমরা সব পরীক্ষার্থীর কাছে এই জন্য এসএমএস-ও পাঠিয়েছি। পরীক্ষার্থীদের কাছ থেকে যে আপডেটেড তথ্য পাব, সেই অনুসারে আমাদের প্রস্তুতি সম্পন্ন করব। আশা করি আগামী ৭ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারব।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code