Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসমের এনআরসি নোটিশ পেলো মাথাভাঙ্গার নিশিকান্ত দাস

অসমের এনআরসি নোটিশ পেলো মাথাভাঙ্গার নিশিকান্ত দাস

Nishikanta Das


মাথাভাঙ্গা:

অসমের এনআরসি নোটিশ পেলো মাথাভাঙ্গার নিশিকান্ত দাস। জানা গেছে নোটিশ পেয়েছেন মাস দুয়েক আগে,এমনকি নোটিশ পেয়ে নথিও দেখিয়ে আসেন কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি ফরেনার ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ ।এরপর চিন্তিত নিশিকান্ত ।দিনহাটার উত্তম কুমার ব্রজ বাসির পর এবার মাথাভাঙ্গা দুই ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের নিশিকান্ত দাস(৭২)।

নিশিকান্ত পেশায় ডিম বিক্রেতা। নিশিকান্ত বলেন প্রায় ৩০ বছর আগে অসমে কাজের সূত্রে পরিবার নিয়ে গিয়েছিলেন ।সেই সময় অসমে এয়ারপোর্ট সংলগ্ন ভিআইপি চৌপথি এলাকা থেকে অসম পুলিশ বাংলাদেশী সন্দেহে আটক করে থানায় নিয়ে যায়। তবে পরবর্তীতে যেখানে কাজ করতেন সেই ব্যক্তি গিয়ে জানান যে এই ব্যক্তি বাংলাদেশী নন।এরপর বাড়ি ফিরে অসমে গিয়ে নিজের সমস্ত নথি দেখান এরপর অসম পুলিশ ছেড়ে দেয়।প্রায় মাস ছয়েক কাজ করার পর বাড়ি ফিরে আসেন।

ইতিমধ্যে স্ত্রীর মৃত্যু হয়েছে। দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। তিন মেয়ের বিয়েও দিয়েছেন।সম্প্রতি মাস দুয়েক আগে ফরেনার ট্রাইব্যুনাল থেকে এনআরসি নোটিশ আসে। প্রসঙ্গত কিছুদিন আগেই দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর নামে এনআরসির নোটিশ পাঠায় অসম সরকার। তা নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্যে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তা নিয়ে সুর চড়ান। এমনকি তৃণমূলের ২১শে জুলাই শহীদ দিবসের মহা সমাবেশে পাশে নিয়েও সুর চড়ান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code