মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা: প্রতিটি জেলায় হবে শপিং মল, ১ টাকায় মিলবে জমি
আলিপুর, কলকাতা, ১০ই জুলাই, ২০২৫: ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়ন (Industrialization) ও কর্মসংস্থানের (Employment Generation) উপর বিশেষ জোর দিয়ে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরে 'শিল্পান্ন' (Shilpanna) নামের এক নবীন প্রকল্পের উদ্বোধনের দিন তিনি আরও একবার তার এই অঙ্গীকারের বাস্তবায়ন ঘটালেন। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যজুড়ে শপিং মল (Shopping Mall) তৈরির পরিকল্পনা এবং তার জন্য প্রতীকী মূল্যে জমি প্রদানের এক বড় ঘোষণা করেছেন।
আলিপুর চিড়িয়াখানার বিপরীতে অবস্থিত 'শিল্পান্ন' মূলত একটি চর্ম (Leather) ও কুটির শিল্পকেন্দ্র (Cottage Industry Centre), যেখানে মোট ৪৬টি স্টল (Stalls) রয়েছে। কীভাবে 'শিল্পান্ন'র এই ভাবনা তার মনে এল, সে বিষয়ে মুখ্যমন্ত্রী নিজেই ব্যাখ্যা করেন। তিনি বলেন, "আমি রাস্তায় যেতে যেতে তাকিয়ে থাকি। কোথায় আমাদের জমি (Land) খালি পড়ে আছে, কী করা যায়। সেইভাবেই 'শিল্পান্ন'র ভাবনা এসেছিল।" মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, "ভারতে লেদার শিল্পে (Leather Industry) বাংলা নম্বর ওয়ান (Number One)। মহিলারা বাইরে গেলে চামড়ার ব্যাগ (Leather Bags) কিনতে পছন্দ করেন। বাইরে যে ব্যাগ ৩০-৪০ হাজার টাকায় কিনতে হয়, এখানে সেটাই তিন হাজার টাকায় পেয়ে যাবেন।"
এই প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জেলায় জেলায় শপিং মল তৈরির উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানান। তার কথায়, "জেলার হেডকোয়ার্টারে (Headquarters) শপিং মল করছি। এক টাকায় জমি (Land for Rs 1) দেব। যারা বানাবে তাদের জন্য একটাই শর্ত – দুটো ফ্লোর (Floors) আমার চাই। বাকি জায়গায় আপনারা সিনেমাহল (Cinema Hall), কফিহাউস (Coffee House), যা খুশি করুন। শপিং মল আপনারা ছ’তলা, সাততলা বা আটতলা যত বড়ই বানান, আমার দেখার দরকার নেই। কিন্তু দুটো ফ্লোর আমার চাই আমার স্বনির্ভরগোষ্ঠীর (Self-Help Groups - SHGs) মেয়েদের জন্য।"
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ রাজ্যের উন্নয়নের (State Development) পাশাপাশি বিপুল সংখ্যক কর্মসংস্থান (Job Creation) সৃষ্টি করবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিল্প (Industry) খাতের বিকাশ এবং গ্রামীণ অর্থনীতিকে (Rural Economy) চাঙ্গা করার উপর তার সরকারের যে বিশেষ মনোযোগ, তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊