Latest News

6/recent/ticker-posts

Ad Code

৬ আগস্ট ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মিছিল মমতার

৬ আগস্ট ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মিছিল মমতার


Mamata banerjee


বাংলা ভাষার ওপর বিজেপির "আক্রমণ" এবং বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর দেশের বিভিন্ন রাজ্যে হওয়া অত্যাচারের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মিছিলে অংশ নিতে যাচ্ছেন। ৬ আগস্ট রাজবাড়ি মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিলে আদিবাসী সমাজসহ বিভিন্ন সম্প্রদায় ও বিশিষ্টজনেরা অংশ নেবেন।

এই কর্মসূচির প্রস্তুতি নিয়ে কলকাতায় বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমসহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। সকলকেই মিছিলের রূপরেখা ও কর্মসূচির খুঁটিনাটি এদিন পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেন ফিরহাদ। একই সফরে মুখ্যমন্ত্রী বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে অন্যান্য কর্মসূচিতেও অংশ নেবেন। এর আগে তিনি কলকাতা ও শান্তিনিকেতনে একই ইস্যুতে মিছিল করেছেন।




উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠে আসছে। বাংলা ভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলেই অভিযোগ। কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়ার মতো ঘটনা উঠে এসেছে। কখনও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। তারই প্রতিবাদে পথে নেমে আন্দোলনে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কলকাতা ও শান্তিনিকেতনে দু'টি মিছিল করেছেন তিনি। এবার জঙ্গলমহলে পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code