Latest News

6/recent/ticker-posts

Ad Code

দ্বিতীয় ভারতীয় হিসেবে লর্ডসে নজির গড়লেন রাহুল

দ্বিতীয় ভারতীয় হিসেবে লর্ডসে নজির গড়লেন রাহুল 

Rahul


লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়লেন কে এল রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকালেন রাহুল। যদিও সেঞ্চুরি হাঁকানোর পর আর ক্রিজে টিকতে পারেননি তিনি। দ্বিতীয় ভারতীয় হিসেবে লর্ডসের ঐতিহাসিক ময়দানে ইতিহাস লিখলেন তিনি। দ্বিতীয় ভারতীয় হিসেবে লর্ডসের ঐতিহাসিক ময়দানে দুটি সেঞ্চুরি করলেন। যে রেকর্ড আগে ছিল শুধুমাত্র দিলীপ বেঙ্গসরকরের নামে। প্রাক্তন ক্রিকেটার অবশ্য তিনটি সেঞ্চুরি করেছিলেন।

যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমান গিলরা এদিন একে একে প্যাভিলিয়নে ফিরলেও খেলা ধরেছিলেন রাহুল। দ্বিতীয় দিনের শেষে ৫৩ রানে অপরাজিত ছিলেন রাহুল। তবে তৃতীয় দিন আগ্রাসী মুড়ে ধরা দিলেন ভারতীয় ব্যাটার। জোফ্রা আর্চারের বলে শর্ট রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন তিনি। এর আগে ২০২১ সালে লর্ডসে সেঞ্চুরি করেছিলেন রাহুল। সেই ম্যাচে ১২৯ রান করেছিলেন তিনি।

তবে এদিন ফিরলেন ১০০-তেই। ১০০ রানের মাথায় সোয়েব বশিরের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ইতিহাসের পাতায় নাম তুললেন রাহুল। তারপরই অবশ্য সোয়েব বশিরের বলে আউট হন তিনি।


চলতি সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল রাহুলের । লর্ডসে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি । গর্ডন গ্রিনিজ, গ্রেম স্মিথদের তালিকায় যোগ দিলেন তিনি । লর্ডসে সফরকারী দলের ওপেনার হিসাবে রয়েছে জোড়া সেঞ্চুরি - সেই তালিকায় বিল ব্রাউন, গর্ডন গ্রিনিজ, গ্রেম স্মিথের সঙ্গে যোগ দিলেন কে এল রাহুল ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code