Latest News

6/recent/ticker-posts

Ad Code

ট্রান্সফর্মারের সুইচ নামিয়ে পরকীয়া, গ্রামবাসীদের হাতে ধরা পড়ল যুবক

ট্রান্সফর্মারের সুইচ নামিয়ে পরকীয়া, গ্রামবাসীদের হাতে ধরা পড়ল যুবক

Young man caught by villagers for having extramarital affairs by switching off transformer



রাত গভীর। চারপাশে নেমে এসেছে গাঢ় অন্ধকার। কিন্তু এই বিষাদের আবছা অন্ধকারেও জন্ম নিতে পারে এক অদ্ভুত প্রেমের গল্প, যা বিশ্বাসকেও হার মানায়। সম্প্রতি এমনই এক নজিরবিহীন ঘটনা ঘটে গেছে এখানকার নিষিদ্ধ পল্লীতে। এক প্রেমিকের প্রেম প্রকাশের এক অভিনব কৌশল হতবাক করে দিয়েছে সবাইকে।


ঘটনার সূত্রপাত রবিবার রাতের দিকে। কোচবিহারের নিশিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এক গৃহবধূ তার প্রেমিককে দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু রাতের বেলায় ইলেক্ট্রিকের আলো বাঁধ সাধলো। কিন্তু প্রেমিক উপায় বের করে নিলো। অভিসারের টানে উন্মত্ত প্রেমিক ট্রান্সফর্মারের গ্যাং নামিয়ে চারিদিকে অন্ধকার করে দেয়। কিন্তু তাদের এই কৌশল শেষ পর্যন্ত সফল হয়নি।


স্থানীয় সূত্র থেকে জানা যায়, এই দুঃসাহসী প্রেমিক ছিলেন এক তরুণ যুবক, যিনি এই এলাকারই এক গৃহবধূর সাথে পরিকীয়ায় লিপ্ত ছিলেন বলে এলাকাবাসী দীর্ঘদিন ধরেই সন্দেহ করছিলেন। এদিন ট্রান্সফর্মারের গ্যাং নামানো দেখেই সন্দেহ দানা বাধে স্থানীয় কিছু মানুষের। শেষ পর্যন্ত সেই সন্দেহ সত্যি হলো যখন ট্রান্সফর্মারের সুইচ নামিয়ে অন্ধকার করে প্রেমিকার সাথে দেখা করার ঘটনা প্রকাশ্যে এলো।


জানাগেছে, এদিন সেই গৃহবধূর স্বামী পাঞ্জাবে যান, কাজের সূত্রে। তিনি সেখানেই কাজ করেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। আর এই সুযোগেই সেই যুবকের সাথে এই গৃহবধূর ঘনিষ্ঠতা তৈরি হয়। স্বামী বাইরে চলে যাওয়ার খবর পেয়েই প্রেমিক হাজির হন। কিন্তু গ্রামবাসীরা ধরে ফেলেন সেই যুবক এবং গৃহবধূকে।


অবশেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুজনকেই। খবর দেওয়া হয় বধূর স্বামীকে। তিনি পাঞ্জাবে না গিয়ে বাড়ি ফিরে আসছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code