Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBCHSE Semester 3 Result: উচ্চ মাধ্যমিক সেমিস্টার-III এর ফল আগামীকাল , দেখবেন কীভাবে?

উচ্চ মাধ্যমিক সেমিস্টার-III এর ফল আগামীকাল , দেখবেন কীভাবে?

উচ্চ মাধ্যমিক ফলাফল, WBCHSE, Semester 3 Result, ২০২৬, ফল প্রকাশ, West Bengal HS Result, result.wb.gov.in, results.shiksha, WBCHSE Results App, নম্বরপত্র ডাউনলোড, স্কুল লগইন, প্রেস কনফারেন্স, Salt Lake, বিদ্যাসাগর ভবন, HS Exam 2026


কলকাতা: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ২০২৬ (H.S. Examination, 2026)-এর সেমিস্টার-III (Semester III)-এর ফল প্রকাশের তারিখ ঘোষণা করল।

বৃহস্পতিবার (২৯/১০/২০২৫) প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১শে অক্টোবর, ২০২৫ (শুক্রবার) উচ্চ মাধ্যমিকের সেমিস্টার-III এর ফল প্রকাশ করা হবে।

কবে ও কীভাবে ফল জানা যাবে?

প্রেস কনফারেন্স: ওইদিন দুপুর ১২:৩০টা-য় সল্টলেক, বিদ্যাসাগর ভবনে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

অনলাইনে ফল দেখা: পরীক্ষার্থীরা দুপুর ২:০০টা থেকে নিম্নলিখিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপগুলির মাধ্যমে তাদের ফল জানতে এবং ডাউনলোড করতে পারবে:

ওয়েবসাইট (URL):

মোবাইল অ্যাপ (App):
WBCHSE Results (www.results.shiksha অথবা Google Play Store: https://play.google.com/store/apps/details?id=wbchse.results.shiksha)


বিদ্যালয়গুলিকে (Schools) তাদের লগইন ক্রেডেনশিয়াল ব্যবহার করে সিস্টেমে (https://wbchseapp.wb.gov.in/portal/sec_users/login) প্রবেশ করতে বলা হয়েছে। তারা নম্বরপত্রের সিনপসিস (synopsis of marks) সহ ফলাফলের অফিসিয়াল স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবে। প্রিন্ট করা নম্বরপত্রগুলিতে (Downloaded statement of marks) অধ্যক্ষ/শিক্ষকের স্বাক্ষর (signature) ও সিল (stamp of HOI) দেওয়ার পর তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code